কলকাতা : শনিবার। বড়দিনের আগের উইকএন্ড। ফলে ট্রেনে যাত্রীদের চাপ থাকেই। এরই মধ্যে সপ্তাহান্তে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ল। বাতিল করা হয়েছে শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন ।
দমদম ও বিধাননগরের মাঝে রেললাইনে কাজ চলায়, গতকাল রাত ১১টা ৩৫ থেকে আজ সকাল ৭টা ৩৫ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক করা হয়। তার জেরে শিয়ালদা মেন লাইন ও বনগাঁ শাখায় ২২ জোড়া অর্থাৎ আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে ৪৪টি ট্রেন। বেশ কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে
- আপ শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
- আপ কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস
- আপ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস।
অন্যদিকে, আবার সোদপুরে ৮ নম্বর রেলগেট এলাকায় রেলের হাইগেজ গেট ভেঙে ঘটছে বিপত্তি। লরির ধাক্কায় ভেঙে যায় গেট। তার ফলে ৮ নম্বর রেলগেটের লেভেল ক্রসিং বন্ধ রাখে কর্তৃপক্ষ। চরম দুর্ভোগে পড়েন নিত্য যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন: প্রতিদিন হোটেল ভাড়া ৭০ হাজার টাকা, অযোধ্যার হোটেল এখন তাজ-ওবেরয়ের চেয়েও বেশি দামি
এদিকে রবিবার TET-এর জন্য মেট্রোয় মিলবে বাড়তি পরিষেবা। জানাল রেল কর্তৃপক্ষ। - রবিবার সকাল ৯টার পরিবর্তে দমদম ও নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ।
- সকাল ৭টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া প্রথম মেট্রো।
- TET-এর জন্য আগামীকাল সারাদিনে ১৩০টির পরিবর্তে ২৩৪টি মেট্রো চলাচল করবে।
- এর মধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন নেই।