কলকাতা: শনিবার থেকে হাওড়া শাখায় বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন(Howrah Train Cancel)। প্রায় এক মাস ধরে বাতিল থাকবে বহু ট্রেন। গন্তব্য়ে দেরিতে পৌঁছবে বহু এক্সপ্রেস। হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডে রেল ওভার ব্রিজ তৈরির জন্য় এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। 


বাতিল একাধিক লোকাল ট্রেন: ফের হাওড়া শাখায় নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল। ফের দুর্ভোগের আশঙ্কা সাধারণ মানুষের। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডে রেল ওভার ব্রিজ তৈরির জন্য় ১ মাস বাতিল করা হবে বহু লোকাল ট্রেন। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শনিবার থেকে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন হাওড়া-ব্য়ান্ডেল লাইনে আপ-ডাউন মিলিয়ে ৩০টি ট্রেন বাতিল করা হবে। হাওড়া-শেওয়াফুলি লাইনে আপ-ডাউন মিলিয়ে বাতিল করা হবে ২২টি ট্রেন। হাওড়া-শ্রীরামপুর লাইন এবং হাওড়া-বেলুরমঠ লাইনে বাতিল লোকালের সংখ্য়া ৪ করে।


বাতিল কোন কোন লোকাল ট্রেন? 



  • ব্যান্ডেল থেকে হাওড়া: 37212, 37214, 37216, 37218, 37220, 37222, 37230, 37232, 37236, 37244, 37250, 37254, 37264, 37278, 37288

  • শেওড়াফুলি থেকে হাওড়া: 37042, 37044, 37046, 37048, 37050, 37052, 37056, 37058, 37060, 37062, 37064, 

  • বেলুড় মঠ থেকে হাওড়া: 37112, 37118

  • শ্রীরামপুর থেকে হাওড়া: 37012, 37014

  • হাওড়া থেকে ব্যান্ডেল: 37215, 37231, 37237, 37243, 37249, 37253, 37255, 37257, 37263, 37267, 37201, 37271, 37275, 37277, 37285

  • হাওড়া থেকে শেওড়াফুলি: 37401, 37043, 37045, 37047, 37049, 37051, 37055, 37057, 37059, 37061, 37063 

  • হাওড়া থেকে বেলুড় মঠ: 37111, 37117

  • হাওড়া থেকে শ্রীরামপুর: 37011, 37013


এখানেই শেষ নয়, আগামী এক সপ্তাহের জন্য় ঘুরপথে চলবে কিছু ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে সোমবার থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কিছু মেল ও এক্সপ্রেস নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছবে গন্তব্য়ে। সেই তালিকায় রয়েছে,দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, দ্বারভাঙা-হাওড়া উইকলি এক্সপ্রেস, মোকামা-হাওড়া এক্সপ্রেস, মুজফফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস, রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস।


চলতি মাসে দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে নলহাটি স্টেশনে রেল অবরোধ হয়। অবরোধের জেরে রামপুরহাট স্টেশনে দাঁড়িয়ে পড়ে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। একাধিক লোকালও আটকে পড়ে। ভোগান্তির শিকার হন যাত্রীরা। এরপর অবরোধকারীদের সঙ্গে কথা বলতে যান নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং। আসেন রেলের আধিকারিকরাও। সমাধানের আশ্বাস পেয়ে ১ ঘণ্টা ১০ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়। যাত্রীরা দাবি করেন, নলহাটি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ও হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের স্টপেজ এবং করোনাকালে বন্ধ হয়ে যাওয়া লোকাল ফের চালু করতে হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: TMC Leader Arrest: তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি