কলকাতা; রাজ্য সফরে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তার মধ্যেই, রাতের অন্ধকারে পঞ্চায়েত থেকে নথি লোপাটের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। অভিযোগ, ঠিক নয় বলে দাবি তৃণমূলের। একই দাবি করেছেন জেলাশাসকও।


কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে দুর্নীতি হয়েছে কি না, খতিয়ে দেখতে রাজ্যে (West Bengal) এসেছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। রবিবার পর্যন্ত কেন্দ্রীয় প্রতিনিধি দল থাকবে পূর্ব মেদিনীপুরে। তার আগে, বৃহস্পতিবার পটাশপুরে আসে কেন্দ্রীয় প্রতিনিধিদল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর রাঘবেন্দ্রপ্রসাদ সিংহের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল পটাশপুরের (Pataspur) বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখে।






কেন্দ্রীয় প্রতিনিধিদলের জেলা সফরের আগেই, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ট্যুইট ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। বিরোধী দলনেতা (BJP Suvendu Adhikari) ট্যুইট করে বলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির বাস্তবায়নে, বা কাজ দেওয়ার ক্ষেত্রে, কোনও অসঙ্গতি বা অসামঞ্জস্য খুঁজে বের করতে বিভিন্ন জেলায় ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।


তার মধ্যেই অনেক পঞ্চায়েতে আবার রাতে দুর্নীতির নথিপত্র সরানো চলছে।এরপরে, আরও দুটি ট্যুইটে (Tweet) পটাশপুরের শ্রীরামপুর (Sreerampur) গ্রাম পঞ্চায়েত ও খেজুরি গড়বাড়ি দুই পঞ্চায়েতের ভিডিও বলে, দু’টি ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী  (Suvendu Adhikari) পূর্ব মেদিনীপুরের (East midnapur) জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, রাতের অন্ধকারে পঞ্চায়েত থেকে নথি লোপাটের অভিযোগের কোনও সত্যতা নেই।


আরও পড়ুন: ED Investigation: অর্পিতাকে চেনেন? উত্তরে 'না' বললেন পার্থ! দাবি ইডির