প্রকাশ সিনহা, কলকাতা: মুখোমুখি জেরায় অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দাবি করা হয়েছে ইডি সূত্রে। পাশাপাশি, ইডি (ED) সূত্রে দাবি, তথ্যপ্রমাণের সঙ্গে মিলছে না পার্থর বয়ান। জেরায় তথ্য গোপনের চেষ্টা করছেন প্রাক্তন মন্ত্রী, দাবি ইডি সূত্রে। আজ পার্থ-অর্পিতাকে আদালতে (Court) তোলার সময় এই তথ্য জানানো হবে বলে ইডি সূত্রে খবর। 


কী কী প্রশ্ন:
সূত্রের খবর, 'আপনি এঁকে চেনেন?' জেরায় অর্পিতাকে দেখিয়ে এই প্রশ্ন করে ইডি। তার উত্তরে নাকি পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'না, তেমনভাবে চিনি না।' তখন ইডির তদন্তকারীরা আবার প্রশ্ন করেন, 'তাহলে কীভাবে চেনেন?' ইডির এই প্রশ্নের উত্তরে পার্থ নাকি বলেছেন, 'মাঝে মাঝে দেখেছি, অনেকেই আসত।' অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গে পার্থ এমনটাই বলেছেন বলে দাবি ইডির। 'উনি কি আপনার ক্লোজ?' প্রশ্ন করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে, খবর সূত্রের। তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'না...নাকতলার পুজোর সময় দেখেছি।' সূত্রের খবর, জেরার সময় উঠে আসে টাকার প্রসঙ্গও। অর্পিতাকে দেখিয়ে প্রশ্ন করা হয়, ওঁর বাড়িতে টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?' সূত্রের খবর, পার্থ তখন উত্তর দেন, 'শুনেছি'। তখন তাঁকে প্রশ্ন করা হয়, এটা তাহলে কার টাকা? তার উত্তরে পার্থ জানিয়েছেন 'জানি না।' এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। 



তৃণমূলের পাল্টা: 
কুণাল ঘোষ, 'গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়ে অবস্থান দলও স্পষ্ট করে দিয়েছে।'

ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আজ ফের তোলা হবে আদালতে। ইডি সূত্রে খবর, এবার জেল হেফাজতের আবেদন জানানো হবে। নিয়মমাফিক আজ মেডিক্যাল টেস্টের জন্য পার্থ-অর্পিতাকে নিয়ে যাওয়া হবে জোকা ESI হাসপাতালে।


আরও পড়ুন: রেপো রেট বাড়াল RBI, সুদে প্রভাব?