সুমন ঘড়াই ও পূর্ণেন্দু সিংহ, হাওড়া: বাঁকুড়ার (Bankura) রাইপুরে (Raipur) পুলিশ ফাঁড়িতে হামলার হুমকি দিয়ে মাওবাদীদের (Maoist) নামে পড়ল পোস্টার (Poster)। পোস্টারে কিষেণজির মৃত্যুর বদলা চাওয়ার পাশাপাশি, তৃণমূল নেতাদেরও হুমকি দেওয়া হয়। মাওবাদী সমস্যা নিয়ে আজ নবান্নে (Nabanna) ৪ রাজ্যের বৈঠক হয়।


‘মাও’ পোস্টারে হুমকি


এবার পুলিশ ফাঁড়িতে হামলার হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোস্টার পড়ল জঙ্গলমহলে। জঙ্গলমহলে ১৫ দিনের হাই অ্যালার্টের মধ্যেই, মঙ্গলবার সকালে বাঁকুড়া রাইপুর ও সারেঙ্গায় এই পোস্টারগুলি দেখতে পাওয়া যায়। 


তাৎপর্যপূর্ণ বিষয় হল রাইপুরের খয়েরবনি বাসস্ট্যান্ডের কাছে, ফাঁড়িতে হামলার হুমকি দিয়ে যে পোস্টার পড়ে, সেখান থেকে রাইপুরের বক্সী ফাঁড়ির দূরত্ব মেরেকেটে ৫ কিলোমিটার। তবে কোন ফাঁড়িতে হামলা হবে, তার উল্লেখ অবশ্য পোস্টারে কিছু বলা হয়নি। 

কোনও কোনও পোস্টারে কিষেণজির মৃত্যুর বদলা চাওয়ার পাশাপাশি, তৃণমূল নেতাদের হুমকি দেওয়া হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, 'এবার তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে।'


সম্প্রতি রানিবাঁধের ব্লক সভাপতি-সহ বাঁকুড়ার ৫ তৃণমূল নেতা নিরাপত্তা চেয়ে, পুলিশের কাছে আবেদন জানান। এই প্রেক্ষাপটেই মাওবাদীদের নামে হুমকি পোস্টারে ফের নিশানায় তৃণমূল নেতারা। 


তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার বিধায়ক ও সহ সভাপতি অরূপ চক্রবর্তী বলেন, 'মাওবাদী বলে কিছু নেই, এটা বিরোধীদের চক্রান্ত। আমি বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। বিধানসভা ভোটের আগে মাওবাদীদের অনেককে চাকরি দেওয়া হয়েছে। আরও দেওয়া হবে।'


রাঢ়বঙ্গে বিজেপির আহ্বায়ক পার্থ কুণ্ডু বলেন, 'এটা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একটা গোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্য গোষ্ঠী পাচ্ছে না, সেই জন্য এমন হচ্ছে। বিরোধীরা কেন এমনটা করবে?জঙ্গলমহল হাসছে এই তো তার নমুনা।'


আরও পড়ুন: Khejuri News: 'পুরভোটের আগে ভয় দেখাতেই মজুত বোমা', NIA-এর চাঞ্চল্যকর দাবিতে সরগরম রাজনীতি


নবান্নে বৈঠক


এদিকে, মাওবাদী সমস্যা নিয়ে মঙ্গলবার নবান্নে ৪ রাজ্যের বৈঠক হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব পর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকে যোগ দেন বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। 


সূত্রের খবর, ইস্টার্ন জোনাল সিকিওরিটি কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে মাওবাদী কার্যকলাপের পাশাপাশি, আন্তর্জাতিক সীমান্তে নজরদারি নিয়েও আলোচনা হয়।