অমিতাভ রথ, ঝাড়গ্রাম: জঙ্গলমহলে (Jangalmahal) ফের মাওবাদীদের নামে পোস্টার। শিলদায় ইএফআর ক্যাম্পে হামলার দিনে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে হুমকি দিয়ে পোস্টার। ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রতিমন্ত্রীর নামে পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) শালবনিতে। আবেদন না মানলে খেলা হবে বলে দাবি পোস্টারে। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি, জানালেন এডিজি পশ্চিমাঞ্চল। মাওবাদীদের নাম করে টাকা তোলার অভিযোগে ঝাড়গ্রাম থেকে ধৃত ২। পুরভোটের আগে আতঙ্কিত শহরবাসী।


শিলদা শহিদ দিবসের দিন মাওবাদীদের নামে পোস্টারে হুঁশিয়ারি। পুরসভা ভোটের (Municipal Election 2022) আগে আতঙ্কিত শহরবাসী। ফের জঙ্গল মহলে সক্রিয় হচ্ছে মাওবাদীরা। শিলদা ক্যাম্পে নাশকতার ঘটনার দিনেই হুমকি দিয়ে ছাপানো পোস্টার মাওবাদীদের। ফের মাওবাদী সক্রিয়তার প্রশ্ন অস্বীকার না করে বিষয়টা তাঁরা খতিয়ে  দেখছেন বলে জানালেন এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ। অপরদিকে মাওবাদী নাম করে টাকা তোলার অভিযোগে সোনু নায়েক, সিন্টু পাতরকে ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করে পুলিশ। ইএফআর ক্যাম্পে শহিদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। সঙ্গে বাঁকুড়ার ডিআইজি সুনীল চৌধুরী, এসপি বিশ্বজিত ঘোষ  সহ বাকি আধিকারিকরা।


২০১০ সালের ১৫ ই ফেব্রুয়ারি শিলদার ইএফআর ক্যাম্পে হানা দেয় মাওবাদীরা। মাওবাদী হামলায় ২৪ জন জওয়ান শহীদ হন। তাঁদের সমস্ত অস্ত্র লুঠ করে মাওবাদীরা। ১২ বছর পুরানো সেই স্মৃতি আজ আবার অনেকটাই তাজা করে দিল আজকের দিনে মাওবাদীদের এই পোস্টার। গান স্যালুটের মধ্য দিয়ে সেই শহিদদের উদ্দেশ্যে আজ শ্রদ্ধা নিবেদন করা হয় সেই ক্যাম্পের ঘটনা স্থলে। এরপর সেখানকার আর্থিকভাবে পিছিয়ে পড়া বাসিন্দাদের শাড়ি, কম্বল তুলে দেওয়া হয়। বাহিনীর জওয়ানদের মধ্যে ভলি বল ম্যাচ হয়। তবে ফের নতুন করে মাও গতিবিধি মাথাচাড়া দেওয়ায় আতঙ্কিত ঝাড়গ্রামবাসীরা।


আরও পড়ুন: North 24 Pargana New: গরুর মূত্রথলিতে সোনা? কয়েক হাজার টাকার পাথর কিনলেন ব্যবসায়ী! অদ্ভূত কান্ড দেগঙ্গায়