কলকাতা: গ্রুপ ডি-র (SSC Group D) ৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। ৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিলের সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে আজ। আগামী ৭ দিন বহাল থাকবে স্থগিতাদেশ, সোমবার ফের শুনানি হবে।


গ্রুপ ডি মামলায় সিবিআই অনুসন্ধানের সিঙ্গল বেঞ্চের নির্দেশেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। আগামী ২ সপ্তাহ সিঙ্গল বেঞ্চে কোনও শুনানি নয়। গ্রুপ ডি মামলায় বিচারপতি হরিশ টন্ডন মন্তব্য করেন ‘এটা কি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, আগে গলা কেটে দাও তারপর বিচার?’ অর্থাৎ স্থগিতাদেশ মেলায় আপাতত গ্রুপ ডি-র (SSC Group D) ৫৭৩ জনের চাকরি বহাল থাকছে এবং বেতনও বন্ধ হচ্ছে না। 


গ্রুপ ডি (SSC Group D) মামলায়  সিবিআইকে (CBI) অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। সেইসঙ্গে ডিভিশন বেঞ্চ নিযুক্ত কমিটিকে খারিজ করা হয়।


আদালত সূত্রে খবর, কেন কমিটি রিপোর্ট পেশ করতে পারল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কী? ২ মাস হয়ে গেলেও অনুসন্ধানের ক্ষেত্রে কোনও কার্যকর পদক্ষেপ কমিটি করেছে বলে আদালত মনে করছে না। এর পরই বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে বলেন, আগামী ১৬ মার্চ, বেলা ১২টার মধ্যে এ নিয়ে রিপোর্ট পেশ করবে সিবিআই। সেই সঙ্গে সিঙ্গল বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, আজকের মধে সিবিআই এর আগে নিযুক্ত অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের সঙ্গে যোগাযোগ করে সব নথি সংগ্রহ করবে। কাল সকালে সিবিআইকে আদালতে জানাতে হবে, তারা আজকের নির্দেশের প্রেক্ষিতে কী করেছে।  


এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এদিন গ্রুপ ডি (SSC Group D) মামলায় বিরক্তিপ্রকাশ করলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। আদালত সূত্রে খবর, এই মামলায় গতকাল দেওয়া ডিভিশন বেঞ্চের নির্দেশ এখনও কেন হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়নি? কেন নির্দেশনামা পাননি মামলার সঙ্গে যুক্তরা? রেজিস্ট্রার জেনারেলের জবাব তলব করেন বিচারপতি। এবং এরপরেই এই স্থগিতাদেশ দেন