কলকাতা: নিয়োগ-দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) সিবিআইয়ের (CBI) ম্যারাথন জিজ্ঞাসাবাদ। শিলিগুড়িতে (Siliguri) এসএসসির (SSC) প্রাক্তন চেয়ারম্যানকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ। নিয়োগে দুর্নীতিতে এবার এসএসসির (SSC) প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাট সিল। বাঁশদ্রোণীতে সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) ফ্ল্যাট সিল করল সিবিআই।


প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও সিবিআই: শিলিগুড়িতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও সিবিআই। ১০ জনের সিবিআই প্রতিনিধি দল প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। বাগ কমিটির রিপোর্টে নাম ছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের। 


দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ: নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রদীপ সিংহ নামে এক দালালকে গ্রেফতার করল CBI। এর মধ্যেই সিবিআইয়ের রেডারে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। আজ তাঁর বাড়ি ও অফিসে অভিযানের পাশাপাশি দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। 


স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহাকে গ্রেফতার করেছে CBI। ED গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়কে। এবার নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রদীপ সিংহ নামে এক জনকে গ্রেফতার করল CBI।


সূত্রের দাবি, ধৃত প্রদীপ সিংহ একজন দালাল। টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে নিউটাউন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। CBI সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির মাথাদের সঙ্গে যোগাযোগ ছিল প্রদীপের। তাঁকে জেরা করে এই দুর্নীতির শিকড়ে পৌঁছন সম্ভব হবে।


এরই মধ্যে তদন্তকারীদের রেডারে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। বুধবার প্রায় ১০ ঘণ্টা ধরে তাঁর বাড়ি ও অফিসে অভিযান এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করল CBI। ২০১৪’র জানুয়ারি থেকে ২০১৭’র জুলাই পর্যন্ত SSC’র চেয়ারম্যান ছিলেন তিনি।


বুধবার, সুবীরেশ ভট্টাচার্যর বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাট সিল করে দেয় CBI। ফ্ল্যাটের বাইরে রাখা একটা আলমারি এবং ছাদের স্টোররুমও সিল করে দেওয়া হয়। তল্লাশি চালানো হয় SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের উত্তরবঙ্গের বাংলো ও অফিসেও!


সুবীরেশ ভট্টাচার্যকেও জিজ্ঞাসাবাদ করা হয়! বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি।
CBI সূত্রের দাবি, SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য SSC’র দফতরে কর্মরত কয়েকজন অস্থায়ী কর্মীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পর সেখানে স্থায়ী চাকরি দেন। 


কেন তাঁদের চাকরি দেওয়া হল? এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ আছে কিনা?এ বিষয়ে সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেন CBI’এর গোয়েন্দারা। অতীতে তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণা মঞ্চেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে সুবীরেশকে। তাঁকেই এদিন যখন জিজ্ঞাসাবাদ করল CBI, তখন এদিনই ধর্মতলায় SSC’র চাকরি প্রার্থীদের অবস্থান-বিক্ষোভ পা দিল ৫২৮ দিনে।


অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের রিপোর্টে বলা হয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য-সহ কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত। 


বাগ কমিটির রিপোর্টে আরও বলা হয়, কমিশনের প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য জানিয়েছেন, কমিশনের তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য তাঁকে নির্দেশ দিয়েছিলেন যে, তিনি যেন আঞ্চলিক কমিশনের চেয়ারম্যানদের সই সংগ্রহ করে স্ক্যান করেন এবং সেই স্ক্যান করা সই কমিশনের অ্যাপ্লিকেশন সার্ভারে সংরক্ষণ করেন, যাতে পরবর্তীকালে সেই সইগুলো গ্রুপ-D পদের সুপারিশপত্র তৈরির কাজে ব্যবহার করা যায়।


জিজ্ঞাসাবাদের সময় সুবীরেশ ভট্টাচার্য জানিয়েছিলেন, স্বাক্ষর সংগ্রহ করা এবং স্ক্যান করে সংরক্ষণ করার সিদ্ধান্ত আঞ্চলিক কমিশনের চেয়ারম্যানরাই নিয়েছিলেন। এবিষয়ে কমিশনের কোনও বোর্ড মিটিং হয়নি। 


উল্লেখ্য, এএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও গ্রেফতার করা হয়েছে। নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার এক ‘মিডলম্যান’। নিউটাউনে সিবিআইয়ের হাতে গ্রেফতার অভিযুক্ত ‘মিডলম্যান’ প্রদীপ সিংহ। নবম-দশমে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রচুর টাকা তোলার অভিযোগ।