টোকিও: জাপানের টোকিওয় চলছে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championshps)। গতকালই এই চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করেছিলেন সাইনা নেহওয়াল। আজ সেই একই কাজ করে দেখালেন ভারতের তরুণ শাটলার লক্ষ্য সেনও (Lakshya Sen)।


লক্ষ্যর জয়


কমনওয়েলথ গেমসের সিঙ্গেলসে সোনা জিতেছিলেন লক্ষ্য। টোকিওতেও নিজের সেই ফর্ম অব্যাহত রেখেছেন লক্ষ্য। এক ঘণ্টা ১২ মিনিটের ম্যাচে লক্ষ্য তাঁর স্প্যানিশ প্রতিপক্ষ লুইস পেনালভারকে স্ট্রেট গেমে পরাজিত করেন। ম্যাচের শুরুতে প্রথম গেমে লক্ষ্য ৩-৪ পিছিয়ে ছিলেন একসময়। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ান তিনি। টানা ছয় পয়েন্ট জিতে স্কোর ১৩-৭ করে ফেলেন। তারপর এই গেম জয়ের জন্য আর বেশি কসরত করতে হয়নি তাঁকে। ২১-১৭ তে প্রথম গেম পকেটে পুরে নেন লক্ষ্য।


ছিটকে গেলেন শ্রীকান্ত


বিশ্ব চ্যাম্পিয়নশিপে অতীতে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য দ্বিতীয় গেমেও নিজের দাপট অব্যাহত রাখেন। আরও বড় ব্যবধানে দ্বিতীয় গেম ও ম্যাচ জিতে নেন। লক্ষ্যর পক্ষে দ্বিতীয় গেমে স্কোর ২১-১০। তবে লক্ষ্য জিতলেও, গত বারের রুপো জয়ী কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth) টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। বিশ্বের ৩২ নম্বর পুরুষ শাটলার, চিনের ঝাউ জুন পেঙের বিরুদ্ধে হারতে হয় শ্রীকান্তকে। মাত্র ৩৪ মিনিটেই ১৮-২১ ১৭-২১ স্কোরলাইনে পরাজিত হন শ্রীকান্ত। মাত্র ১২ মিনিটে প্রথম গেম হারার পর দ্বিতীয় গেমে শ্রীকান্ত লড়াই করার চেষ্টা করেছিলেন বটে। তবে একগুচ্ছ অনিচ্ছাকৃত ভুলেরই মাশুল গুনতে হল তাঁকে।


ভারতীয় ডাবলস জুটি এমআর অর্জুন এবং ধ্রুব কাপিলাও লক্ষ্য, সাইনার মতো প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছেন। অবাছাই ভারতীয় জুটি টুর্নামেন্টের অষ্টম বাছাই জুটি, ডেনমার্কের কিম অ্যাস্ট্রুপ ও আন্ডার্স রাসমুসেনকে ২১-১৭, ২১-১৬ স্কোরালাইনে, স্ট্রেট গেমে মাত দেন। পরের রাউন্ডে সিঙ্গাপুরের লো কিন হিন এবং ইয়ং কাই টেরির মুখোমুখি হবে এই ভারতীয় জুটি। 


প্রসঙ্গত, বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা শাটলার সাইনা মাত্র ৩৮ মিনিটেই নিজের ম্যাচ জিতে যান। তিনি ২১-৯, ২১-৯ স্কোরলাইনে নিজের ম্যাচটি জিতে নেন। এই জয়ের জেরে সোজাসুজি প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন সাইনা। কারণ নজুমি ওকুহারা চোটের জেরে আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্য়াহার করে নিয়েছেন। তাই দ্বিতীয় রাউন্ডে আর ম্যাচ খেলতে নামতে হবে না সাইনাকে। তিনি সরাসরি শেষ ১৬-এ নিজের নাম লিখিয়ে ফেললেন। এর আগে সাইনা বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো ও ব্রোঞ্জ জিতলেও, কোনওদিন সোনা জেতেননি। এবার সেই অধরা স্বপ্ন পূরণ করার লক্ষ্যেই কোর্টে নেমেছেন ৩২ বছর বয়সি ভারতীয় শাটলার।


আরও পড়ুন: ডাম্বুলায় হরভজন সিংহের গর্জন থেকে কোহলির ১৮৩ রান, বিগত দশকের তিন স্মরণীয় ভারত-পাক ম্যাচ