অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ কোজাগরী লক্ষ্মীপুজো। মানিকতলা বাজারে সবজির দাম চড়া। বেগুন ৮০ টাকা, পটল ৬০-৮০ টাকা, কড়াইশুঁটি ৪০০ টাকা কেজি, টম্যাটো ৮০ টাকা, সিম ২০০ টাকা, বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ফলের দাম সাধ্যের মধ্যেই। আপেল এক কেজি ১০০ টাকা। কাঁঠালি কলা ৬০ টাকা ডজন। একেকটা নারকেলের দাম ৩০ টাকা। পেয়ারা, শশা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকায়। পানিফল ৮০ টাকা কেজি। সবে দুর্গাপুজো গিয়েছে। ফলে লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ।
কোজাগরী লক্ষ্মীপুজোয় সবজির দামে আগুন: দুর্গাদুর্গাপুজো" href="https://www.instagram.com/p/CjfDPWnrVcF/?utm_source=ig_embed&utm_campaign=loading" data-type="interlinkingkeywords">পুজোয় উত্সবের ব্যস্ততায় পরিশ্রান্ত বাঙালি৷ তবু, উদ্যাপনে ভাঁটা পড়েনি৷ আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। ধন-সম্পদের দেবীকে তুষ্ট করতে জোরকদমে তোড়জোড়৷ দুর্দশার মেঘ কাটিয়ে মা লক্ষ্মী কি মুখ তুলে চাইবেন? আগুন বাজার৷ সাধারণের মুখ ভার৷ তারই মাঝে শঙ্খধ্বনি, আলপনায় আন্তরিকতা৷ রীতি মেনে আরাধনা৷ কিন্তু এই লক্ষ্মীপুজোতেই ফের বাড়ল সবজির দাম। মা লক্ষ্মীর পুজোর আয়োজন করতে গিয়ে কার্যত কপালে ভাঁজ সাধারণ মানুষের।
দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের: মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হুড়হুড়িয়ে। দাম বাড়ছে চাল, ডাল, মাছ, সবজি, সবকিছুরই । বেশ চড়া দাম প্রত্যেক বাজারেই। ক্রেতাদের আশঙ্কা, পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। অদূর ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলেই ধারণা অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষের।
কোন সবজির কত দাম?
- বেগুন ৮০ টাকা
- পটল ৬০-৮০ টাকা
- কড়াইশুঁটি ৪০০ টাকা কেজি
- টম্যাটো ৮০ টাকা
- সিম ২০০ টাকা
- বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।