হিন্দোল দে, কলকাতা: কসবায় (Kasba) ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এদিন কসবার রাজডাঙা মেন রোডের ভাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয় মৃতদেহ।মৃতের মুখে রয়েছে আঘাতের চিহ্ন। খুন নাকি অন্য কারণে মৃত্যু? তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য: মঙ্গলবার সকালে, কসবার রাজডাঙা মেন রোডে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। মৃতের নাম মোহন শর্মা। বয়স ৬০ বছর। পেশায় কাঠমিস্ত্রি। আদতে বিহারের বাসিন্দা হলেও, ২৫ বছর ধরে কসবার এই বাড়িতে ভাড়া থাকতেন তিনি। এদিন সকালে সেই ঘর থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মুখে ক্ষতচিহ্ন ছিল। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, পর্ণশ্রী থানার গাবতলা লেনে, এদিন সকালেই বাড়িতে ঝুলন্ত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতার নাম প্রিয়াঙ্কা দাস। বয়স ২৩ বছর। পরিবারের দাবি, এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। গোপন ছবি ফাঁস করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে, তিনি তরুণীকে ব্ল্যকমেল করতেন বলে অভিযোগ। তার জেরেই প্রিয়াঙ্কা আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রহস্যমৃত্যু ঘটনা সামনে এসেছে। গত সপ্তাহে শিলিগুড়িতে তিস্তা ক্যানালে মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, মৃত বছর তেত্রিশের নবীন সরকার পেশায় একজন উকিল। তাঁর বাড়ি শিলিগুড়ির হায়দার পাড়ায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, ভাসতে ভাসতে তিস্তা ক্যানাল ব্রিজের নিচে এসে যুবকের মৃতদেহটি আটকে গিয়েছিল। পুলিশ সূত্রে দাবি করা হয়, মৃতের পকেট থেকে একটি মোবাইল ফোন এবং তাঁর আধার কার্ড ও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছিল, কাজে যাওয়ার কথা বলে আগের দিন বাড়ি থেকে বেড়িয়েছিলেন। ওইদিন সন্ধে সাড়ে সাতটা থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায়। এরপর সারারাত ধরে খোঁজখবর চালালেও তাঁকে পাওয়া যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bankura News: বেহাল বাড়ির অবস্থা, নাম নেই আবাস-তালিকায়! কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের