শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙ্গা: পঞ্চমীর রাত্রে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা এলাকায়। রবিবার মধ্য রাতে এক ভুট্টা ব্যবসায়ীকে গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো মাথাভাঙ্গা ১ নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জমুনা ভান্ডানি এলাকায়। সংশ্লিষ্ট ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ বসন্ত বর্মন জানান, তাপস বর্মন নামে এক ভুট্টা ব্যবসায়ীকে জমুনা ভান্ডানি এলাকায় গুলিবিদ্ধ করে দুষ্কৃতীরা। আহত যুবকের বাড়ি একই গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দী পকিহাগা এলাকায়। আহত যুবক বর্তমানে শিলিগুড়ি এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে খবর।  ঘটনার তদন্তে নেমে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে খবর।


কিছুদিন আগেই উত্তরবঙ্গের রায়গঞ্জের দেবীনগরে শ্যুটআউটের ঘটনা হয়েছিল। বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। ২ মহিলা সহ গুলিবিদ্ধ ৩ জন, মৃত ১ মহিলা। গুলিবিদ্ধদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়ে মৃত ১ মহিলা। এদিন ৩ থেকে ৪ জনের দুষ্কৃতীদল গুলি চালায় বলে অভিযোগ। কী কারণে গুলি? তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। 


গত ২৩ সেপ্টেম্বর বাড়িতে ঢুকে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। বাধা দেওয়ায় গৃহকর্তার ৭০ বছরের মায়ের মাথায় রডের বাড়ি দেওয়া হয়। ভয়ঙ্কর এই ছবি রায়গঞ্জ শহরের। ভিডিও ভাইরাল হতেই ছড়িয়েছে চাঞ্চল্য ছড়ায়। এদিন ভোরে ঘটনাটি ঘটে। রায়গঞ্জ শহরে বন্দর আদি মন্দিরের সেবায়েত মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। মন্দির লাগোয়া চট্টোপাধ্যায় পরিবারের বাড়ি।


গৃহকর্তার অভিযোগ, এদিন ভোরে তাঁর মা চিত্রা চট্টোপাধ্যায় দরজা খুলতেই রড হাতে বাড়িতে ঢুকে পড়েন প্রতিবেশী রামু সাহা। গাড়ি ভাঙচুর করেন। বাধা দেওয়ায় গৃহকর্তার মায়ের মাথায় পড়ে রডের বাড়ি। সেখানেই লুটিয়ে পড়েন প্রৌঢ়া। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রায়গঞ্জ থানায় প্রতিবেশীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে প্রৌঢ়ার পরিবার। অভিযুক্ত পলাতক।