উত্তর ২৪ পরগনা: মতুয়াদের মেলা নিয়ে এবার জোর সরগরম। যদিও কোনওরকম অশান্তি এড়ানোর জন্য ১৪৪ ধারাও জারি করা হয়েছে। যদিও ১৪৪ ধারা জারি করে মতুয়া মেলা বন্ধ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়, দিচ্ছেনা বিদ্যুতের পারমিশন, এমনটাই দাবি করেছেন শান্তনু ঠাকুর। তবে শান্তনুকে পাল্টা আক্রমণ করেছেন মমতা ঠাকুর।                                         


মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলনে করেন শান্তনু ঠাকুর। সাংবাদিক সম্মেলনে করে তিনি দাবি করেন, মতুয়া মেলায় ১৪৪ ধরা জারি করে মেলা বন্ধ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার জন্য বিদ্যুতের পারমিশনও দেওয়া হচ্ছে না বলে দাবি শান্তনুর। 


একই সঙ্গে তিনি বলেন, শুধু মাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই সমাজের ছোট করবার জন্য মেলার অনুমতিতে বাধা দিচ্ছে এবং এই বাড়িতে গন্ডগোল করার চেষ্টা করছে । ভক্তরা এর জবাব দেবে । তিনি আরো জানিয়েছেন পারমিশন দিলে ভালো কথা , না দিলে মতুয়ারা মেলা করবে।  


যদিও এই প্রসঙ্গে শান্তনু ঠাকুরকে আক্রমণ করেছেন মমতা ঠাকুর তিনি বলেছেন মেলার জন্য অন ফোরটি ফোর নয় নির্দিষ্ট কয়েকজনের জন্য ১৪৪ জারি করেছি আমি, মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। কারণ সুষ্ঠুভাবে যাতে মেলা পরিচালনা করতে পারি আমরা । মেলার লাইসেন্স আমরা পেয়েছি তবুও মেলা থেকে টাকা তুলছে শান্তনু ঠাকুর ।


আরও পড়ুন, 'রামের পায়ে আটকাল চোখ, শুনতে পেলাম...' মোদিকে কী বলেছিলেন রাম লালা?


তিনি এও বলেন,  মন্ত্রী হবার পর থেকে শান্তনু ঠাকুর এটা করে আসছে । একই সঙ্গে তিনি বলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর কিছু বললে আমি কিছু বলতে পারি কিন্তু শান্তনু ঠাকুরের কোন কথার উত্তর আমি দেবো না । কারণ এখনও মঞ্জিল কৃষ্ণ ঠাকুর বেঁচে আছেন সুব্রত ঠাকুর আছেন শান্তনু ঠাকুর তৃতীয় নম্বর । মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়ির জন্য যে উন্নয়ন করেছে সেই ইতিহাস শান্তনু ঠাকুর আগে জেনে নিন । রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে কালিমালিপ্ত করবার জন্যই তিনি এই ধরনের কথা বলছেন ।