সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের আবহে ফের প্রকাশ্যে চলে এল ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কোন্দল। কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভেঙে ঢোকার অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুর।
মূল সমস্যা দেখা দিয়েছে মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপানি দেবীর ঘর কার? ফের কোন্দল ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। বড়মা বীণাপাণি দেবীর ঘর দখলের অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। তালা ভেঙে বীণাপানি দেবীর ঘর দখল করে তালাবন্ধ করার অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের।
সশস্ত্র দুষ্কৃতী, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মারধর, ভাঙচুর ও লুঠপাটেরও অভিযোগ শান্তনু বিরুদ্ধে। মমতাবালার বিরুদ্ধে পাল্টা ঘর দখলের অভিযোগ শান্তনু ঠাকুরের। হেরিটেজ ঘোষণার দাবিতে বড়মা-র ঘরে তালা লাগিয়ে দেন শান্তনুর অনুগামীরা।
ঘটনাকে কেন্দ্র করে ফের একবার তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। একটি কোল্যাপসিবল গেটের তালা ভাঙছেন শান্তনু ঠাকুর, প্রকাশ্যে আসে এমন একটি ভিডিও। চরমে পৌঁছেছে বিজেপির গুন্ডাগিরি, মমতাবালা ঠাকুরের বাসস্থানে হামলার পরিকল্পনা বনগাঁর বিজেপি প্রার্থীর, এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফেও। পাল্টা মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে বড়মা বীণাপাণি দেবীর ঘর জবরদখলের অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর। নাতি হিসাবে তাঁরও বড়মার ঘরে ঢোকার অধিকার রয়েছে, বলে পাল্টা দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি প্রার্থী।
আরও পড়ুন, হাফ দামে মিলবে খাঁটি সোনা! লোভের বশে বকখালিতে 'পকেট খালি' ক্রেতার
যদিও ঠাকুরবাড়ির কোন্দল নতুন নয়। বড়মা বীণাপানি দেবীর প্রয়াণের পর থেকে ঠাকুরবাড়ির রাশ কার হাতে থাকবে, তা নিয়ে সংঘাত রয়েছে। সম্প্রতি মতুয়া মহাসংঘের অ্যাকাউন্ট নিয়ে সংঘাত প্রকাশ্যে আসে।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর দাবি করেন, বেআইনিভাবে মতুয়া মহাসংঘের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা করেছেন শান্তনু ঠাকুর। থানায় অভিযোগ দায়ের করেন। তার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় পুলিশ। সেই দ্বন্দ্বের জলই গড়ায় কলকাতা হাই কোর্টে। পুলিশ বেআইনিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন শান্তনু। ওই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শর্তসাপেক্ষ ওই ফ্রিজ হওয়া অ্যাকাউন্টটি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে