গৌতম মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: লোভ বড় বালাই। লোভে পড়ে অনেকেই অনেক কিছু করে থাকে, যার ফল ভুগতে হয় সারাজীবনই। তেমনই লোভে পড়েই নিজেই নিজের বিপদ ডেকে আনলেন এক ব্যক্তি। 


সম্প্রতি রেকর্ড দাম উঠেছিল সোনার। সর্বকালের সর্বোচ্চ ৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছিল সোনা। শুধু দেশে নয় বিশ্বের বাজারেও আউন্স প্রতি দাম ২৩০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৭০,২৪৮ টাকা। অথচ গত বছরই এই সোনার দাম ছিল ৫৬ হাজার টাকা থেকে ৫৭ হাজার টাকা (১০ গ্রাম)। অন্যদিকে, বিশ্বব্যাপী সোনার বাজার মূলধন আনুমানিক ছিল ১৫.৫৭ ট্রিলিয়ন ডলার।


আর এই সময় কেউ যদি হাফ দামে খাঁটি সোনা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তা যেন হাতে চাঁদ পাওয়ার মতোই। সেই লোভে পরেই সর্বস্বান্ত হলেন এক ব্যক্তি। 


কী ঘটেছে? 


জানা গিয়েছে, পঞ্চাশ শতাংশ ছাড়ে মিলবে খাঁটি সোনা, এই টোপ দিয়ে দুই ক্রেতাকে দক্ষিণ ২৪ পরগনার পর্যটনকেন্দ্র বকখালিতে ডাকা হয়। কথা হয় ১০০ গ্রাম সোনার বাজার মূল্য ৬ লক্ষ টাকা, কিন্তু ৩ লক্ষ টাকা দিলেই হবে। সেই টোপ গিলে ক্যানিং থেকে ৩ লক্ষ টাকা নিয়ে বকখালি পৌঁছন এক ক্রেতা। আর এরপর ঘটে সেই বিপদ। 


আরও পড়ুন, বর্ধমান লাইনে রক্ষণাবেক্ষণের কাজ, রবিবার হাওড়া-শিয়ালদা-বর্ধমান থেকে একাধিক ট্রেন বাতিল


ওই ক্রেতা নির্দিষ্টি জায়গায় পৌঁছনোর পরেই সমুদ্র সৈকতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৩ লক্ষ টাকা লুট করে দুই দুষ্কৃতী। স্থানীয় ফ্রেজারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত ওই ব্যক্তি। 


এরপর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাপ করে বকখালির একটি হোটেল থেকে আগ্নেয়াস্ত্র দুই দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের একজন স্থানীয় বকখালিরই বাসিন্দা। তারা দুজনই তাদের অপরাধ স্বীকার করেছে এবং তাদের অন্যান্য সদস্যদের নাম জানিয়েছে। পুলিশ টাকা উদ্ধার এবং বাকিদের খোঁজ করছে। কাকদ্বীপ মহকুমা আদালত দুজনকে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।                                                                


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে