অভিজিৎ চৌধুরী, মালদা : বিধানসভা ভোটে নজরকাড়া ফল করেও, লোকসভা ভোটে মালদায় তৃণমূলের ঝুলি শূন্য। গোটা রাজ্যে দলের দুর্দান্ত ফলের মধ্যেও, নিজের জেলায় এই বিপর্যয়ের জন্য,  জেলা তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন মৌসম বেনজির নূর। সেই সঙ্গে দলের প্রার্থী নির্বাচন নিয়েও কার্যত প্রশ্ন তুলে দিলেন মালদা জেলা তৃণমূলের প্রাক্তন সভানেত্রী।


২০১৯ এর তুলনায় সাতটি লোকসভা আসন বাড়ালেও, মালদার দুটি কেন্দ্রে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে হারতে হয়েছে ব্যারাকপুরের ভূমিপুত্র, প্রাক্তন IPS প্রসূন বনদ্যোপাধ্যায়কে। মৌসমের দাবি, বহিরাগত প্রার্থী মানতে পারেননি সাধারণ মানুষ। মালদা উত্তরে দ্বিতীয় স্থানে থাকলেও, মালদা দক্ষিণ কেন্দ্রে তৃণমূল রয়েছে তৃতীয় স্থানে। ওই আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। শাহনওয়াজ আলি রায়হানকে দলের প্রার্থী করা নিয়েও উষ্মা প্রকাশ পেয়েছে মৌসমের কথায়। 


আরও পড়ুন : রবিবার থেকেই ঘুরছে ভাগ্য, বড় ঝামেলা এড়াতে রাশি অনুসারে শুভ রং ও সংখ্যাটি জেনে নিন


মালদা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী মৌসম বেনজির নুর বলেন, প্রার্থী নিয়ে কর্মীরা তো বলেছে যে, যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল। প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল। ভোটাররা হয়তো গ্রহণ করতে পারেনি। মনে হচ্ছে আমার। সেটা তো আমাদের আলোচনা করে দেখতে হবে। বিজেপিকে আটকানোর জন্য় আমি খুব আশাবাদী ছিলাম।


অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, প্রার্থী সিলেকশন নিয়ে যদি কথা হয় এখন তাহলে মুর্শিদাবাদে কী করে জিতল? তাহলে মেদিনীপুরে কী করে জিতল? ঝাড়গ্রামে কী করে জিতল? তাহলে ওরাও তো বাইরে থেকে ক্য়ান্ডিডেট হয়েছে। সেখানে তাহলে কী করে জিতল? 


এদিকে, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, ৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে গত বিধানসভা ভোটে, ৬টিই ছিল তৃণমূলের দখলে। মাত্র ১টিতে জয়ী হয় বিজেপি। কংগ্রেসে দখলে ছিল না একটিও। সেখানে, এবার, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে জয়ী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। তাঁর সঙ্গে তৃণমূল প্রার্থীর ব্য়বধান প্রায় ২ লক্ষ ৭১ হাজার। মালদা দক্ষিণে দ্বিতীয় নয়, তৃতীয় স্থানে ঠাঁই হয়েছে তৃণমূলের।                                      


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে