প্রদ্যোৎ সরকার, নদিয়া: আজ বসন্তোৎসব। সকলে আজ রঙের উৎসবে মাতোয়ারা। কৃষ্ণপ্রেমে নিমজ্জিত হয়ে দোলযাত্রা পালন শুরু হয়েছে মায়াপুরের ইস্কন মন্দিরে (Mayapur Iskcon)।


সকাল থেকেই ইসকনের মন্দিরে ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। যদিও করোনা আবহে ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এবার বিদেশি ভক্তের সংখ্যা বেশ কম। শুক্রবার ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে মায়াপুরে দোলযাত্রার সূচনা হয়। যদিও এখানে দোল পালন খানিক অন্যভাবে হয়। মায়াপুরে দোলে রঙ খেলা হয় না। এখানে সারাদিন ধরে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। চলছে নাম সংকীর্তন।


শ্রীচৈতন্যদেবের ৫৩৬ তম আবির্ভাব দিবস উপলক্ষে আজ সন্ধেয় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। বিকেলে অভিষেকের মাধ্যমে আবির্ভাব উৎসবের পরিসমাপ্তি হবে। 


আরও পড়ুন: Hooghly: শ্রীরামপুরে দে বাড়িতে শুরু ২১৭ বছরের পুরনো দোল দুর্গোৎসব


অন্যদিকে দোল পূর্ণিমায় আবিরে রেঙে উঠেছে শান্তিনিকেতন (Shantiniketan)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) পড়ুয়াদের উদ্যোগে পালিত হচ্ছে বসন্তোৎসব। শুক্রবার, দোল উপলক্ষে, উপাসনা গৃহ থেকে আশ্রম চত্বর পর্যন্ত আয়োজিত হয় প্রভাতফেরির। রঙের উৎসবে মাতোয়ারা সবাই। দোল উপলক্ষে শান্তিনিকেতনে (Shantiniketan) পর্যটকদের ভিড় জমেছে। আশ্রম চত্বরে বাইরেও চলছে রং খেলা।


জেলায় জেলায় ধরা পড়ছে দোল উৎসব পালনের ছবি। অন্যদিকে হুগলির শ্রীরামপুরে (Serampore) এই সময় পালিত হয় দোল-দুর্গোৎসব। ২১৭ বছর আগে শ্রীরামপুরের দে বাড়িতে দোলের দিন দুর্গাপুজোর সূচনা হয়। পরে পারিবারিক পুজো বারোয়ারির রূপ নেয়। বর্তমানে পুজোর উদ্যোক্তা শ্রীরামপুর পঞ্চাননতলা টাউন ক্লাব।


এছাড়া চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে দোল উৎসব পালন করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়।


দোল উৎসব (Dol Purnima 2022) উপলক্ষে মেট্রোর সময়সূচিতে (Kolkata Metro Schedule) পরিবর্তন করা হল। আজ অর্থাৎ শুক্রবার, দুপুর আড়াইটে থেকে শুরু হবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া গামী মেট্রোর (Metro) চলাচল।