কলকাতা: জল জমা নিয়ে এবার মেয়রের সঙ্গে মেয়র পারিষদের সংঘাত। ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে তারক সিংহর সংঘাত তুঙ্গে। 'সরকারি সিস্টেমই খারাপ, ফুটবলের মতো শুধু একে অপরকে পাস করে'। শহরে জল জমা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ খোদ মেয়রের। প্রশ্ন তুললেন মেয়র পারিষদ তারক সিংহের ভূমিকা নিয়েও। আগামীকালই পদত্যাগ করব, প্রতিক্রিয়া তারকের। 


সরকারি সিস্টেমই খারাপ, ফুটবলের মতো শুধু একে অপরকে পাস করে। শহরে জল জমা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ খোদ মেয়রের। প্রশ্ন তুললেন নিকাশি বিভাগের কাজ নিয়েও। জল জমা নিয়ে তুঙ্গে উঠল মেয়রের সঙ্গে মেয়র পারিষদের সংঘাত। আগামীকালই পদত্যাগ করব, মন্তব্য মেয়র পারিষদ তারক সিংহের।


শহরের নানা জায়গা জল জমা নিয়ে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করলেন খোদ মেয়র। দায়ী করলেন সরকারি সিস্টেমকে। শুক্রবার টক টু মেয়রে এক শহরবাসীর সঙ্গে ফোনে এই কথা বলার পর, ডিজি সিভিল পিকে দুয়া এবং কমিশনার বিনোদ কুমারের সঙ্গেও কথা বলেন ফিরহাদ হাকিম। 


শুধু তাই নয়, শহরে জমা জল নিয়ে মেয়র পারিষদ নিকাশি তারক সিংহের নাম করে নিকাশি বিভাগের কাজ নিয়েও প্রশ্ন তোলেন মেয়র। কলকাতা পুরসভা  মেয়র ফিরহাদ হাকিমের কথায়, রিপোর্ট তো, নো ওয়াটার লগিং, নো ওয়াটার লগিং। তারক সিং-এর হোয়াটসঅ্যাপ আসছে তো আসছে। কিন্তু গিয়ে তো আমি নিজে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। 


সব মিলিয়ে শহরে জল জমাকে কেন্দ্র করে তুঙ্গে উঠল মেয়রের সঙ্গে মেয়র পারিষদের সংঘাত। শনিবারই পদত্যাগ করবেন বলে মন্তব্য করেন মেয়র পারিষদ। মেয়র পারিষদ তারক সিংহ বলছেন,'আমার মনে হয় না, এখানে আমার কোনও ভুল-ত্রুটি আছে। কোথাও কাজ করতে গেলে সে আমার মেয়র, তার অধিকার আছে বলার। আমি জিনিসটা হওয়ার জন্য খুব ব্যথিত। আমি মনে করি না, আমার এখানে কোনও দোষ আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কালকে আমি রেজিগনেশন দিয়ে দেব। এবিপি আনন্দ - আপনি পদত্যাগ করতে চাইছেন? হ্যাঁ, কারণ মানুষের আত্মসম্মানের উপর কিছু হতে পারে না। দ্যাটস অল'।               


এবার সেভাবে টানা ভারী বৃষ্টি দেখেইনি কলকাতা। তারই মধ্যে জল জমছে শহরের নানা জায়গায়।  সেই জল নিয়ে মেয়র ও মেয়র পারিষদের দ্বন্দ্বের জল কতট গড়ায় এখন সেটাই দেখার।