সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College) হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের একাংশের (Medical Student Agitation) বিক্ষোভ। তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে বলে চাপ দিচ্ছেন কয়েকজন অধ্যাপক, অভিযোগ পড়ুয়াদের একাংশের। তৃণমূল সমর্থক কয়েকজন অধ্যাপক চাপ দিচ্ছেন বলে অভিযোগ। পড়ুয়াদের ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ পড়ুয়াদের একাংশের। হস্টেলের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের হুমকি দেওয়ার অভিযোগ। ছাত্র সংগঠন এমসিডিএস এর তরফে অব্যাহত বিক্ষোভ। 


বিশদ...
মুখে মুখে স্লোগান। অধ্য়াপকদের একাংশের পদত্য়াগের দাবি। হস্টেল সুপার ও অধ্য়াপকদের একাংশের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ করতে চাপ ও হুমকি দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাল কলকাতা মেডিক্য়াল কলেজের বামপন্থী ছাত্র সংগঠন মেডিক্য়াল কলেজ ডেমোক্রেটিক সটুডেন্ট অ্য়াসোসিয়েশন। বিক্ষোভকারী পড়ুয়াদের একজন, কৌসুমী রায়ের অভিযোগ, 'যে সমস্ত মেয়েরা প্রতিবাদ করেছিল, তাঁদের ডেকে, ফোন করে হুমকি দেওয়া হচ্ছে।' এখন তাই, প্রশাসনিক ভবনের ভিতরে কলেজ কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ চলছে। অভিযোগ, অধ্যক্ষ, হাসপাতালের উপাধ্য়ক্ষ, কলকাতা মেডিক্য়াল কলেজের ডিন রয়েছেন, তাঁদেরও ঘেরাও করে রেখেছেন ছাত্রদের একাংশ। 


প্রতিবাদ কীসের? 
মেয়েদের হস্টেল থাকার উপযুক্ত নয় বলে অভিযোগ কলকাতা মেডিক্য়াল কলেজের ডাক্তারি পড়ুয়াদের একাংশের। নতুন হস্টেলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাঁরা। হস্টেল সুপারকে ডেকে ও ফোন করে আন্দোলনকারী পড়ুয়াদের তৃণমূল ছাত্র পরিষদ করতে চাপ দিচ্ছেন বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। তাঁদের ফেল করিয়ে দেওয়া ও পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি।কৌসুমীর বক্তব্য, 'মেয়েরা প্রতিবাদ করেছিল, যে এতজন মিলে ঘরে থাকা যায় না। ঘরে জল ঢুকে যাচ্ছে এবং ট্য়াঙ্কে জল থাকছে না। আপনি সমাধান করছেন না কেন যারা আওয়াজ তুলেছিল তাঁদের ডেকে, তাঁদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। ...নির্দিষ্টভাবে ওঁরা বলেছেন টিএমসিপিতে যোগদান কর।' এমনকী যে সব চিকিৎসকরা আন্দোলনকারীদের পাশে রয়েছেন তাদের বদলি করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এর প্রতিবাদে এবং হস্টেল সুপার ও অভিযুক্ত অধ্য়াপকদের পত্য়াগের দাবিতে অধ্য়ক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা। কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের বক্তব্য, 'ওদের যে দুটো দাবি, একটা তো তদন্ত সাপেক্ষ। যা হওয়ার হবে। কিন্তু, যেহেতু এরকম একটা অভিযোগ হয়েছে, তাঁদের শীঘ্র পদত্য়াগ করতে হবে... আমরা আলোচনা করছি। নিশ্চই সদর্থক পদক্ষেপ করা হবে।' অধ্য়ক্ষের আশ্বাস সত্ত্বেও অভিযুক্ত হস্টেল সুপার ও অধ্য়াপকদের পদত্য়াগের দাবিতে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা।