কলকাতা: তাঁদের সম্পর্কে ভাঙনের গুঞ্জন শোনা গিয়েছিল বারে বারেই। তবে সেই সমস্ত গুঞ্জনকে নস্যাৎ করেই সুখেই সংসার করছেন তাঁরা। আর সদ্য সোশ্যাল মিডিয়ায় ঝলমল করে উঠল তাঁদের বিবাহবার্ষিকীর ছবি। সঙ্গে দুই পুত্র। স্ত্রী নয়নতারা (Nayanthara)-কে উদ্দেশ্য করে কী লিখলেন স্বামী বিগ্নেশ শিবান (Vignesh Shivan)।
সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও পোস্ট করেছেন ভিগ্নেশ। সেখানে দেখা যাচ্ছে, নয়নতারাকে কোলে তোলার চেষ্টা করছেন ভিগ্নেশ। আর তাঁর সঙ্গত দিতে গিয়ে হেসে গড়াগড়ি দক্ষিণী সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে নয়নতারা লিখেছেন, 'নয়নের সঙ্গে থাকার ১০ বছর। বিয়ের ২ বছর। শুভ বিয়ের জন্মদিন। আমার জীবনের সেরা মানুষটার সঙ্গে আমি বিবাহিত, গত ২ বছর ধরে। তোমাকে ভালবাসি নয়নতারা। আরও বেশি সুখে, আনন্দে, ভালবাসায় তোমার জীবন ভরে থাকুক। আমাদের অনেকটা রাস্তা আরও যেতে হবে। কঠিন থেকে সহজ... স্বপ্ন আর বাস্তব, ট্রোলিং থেকে প্রশংসা.. জীবন হয়ে উঠুক এমন আশীর্বাদপ্রাপ্ত, ঘটনাবহুল। ভগবানের কাছে প্রার্থনা করি জীবনের সমস্ত পরীক্ষায় তুমি সাফল্য পাও, পেরিয়ে যাও।'
অন্যদিকে নয়নতারাও পোস্ট করে নিয়েছেন আরও একগুচ্ছ ছবি। সেখানে ভিগ্নেশ ছাড়াও রয়েছে দুই পুত্র। 'হ্যাপি অ্যানিভার্সারি। তুমি আমার জীবনের সেরা মানুষ। তোমায় ভালবাসি.. চিরকালের জন্য'। নয়নতারার এই পোস্টেও শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষেরাও। নয়নতারা যে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন, তার কোনোটিকে দেখা যাচ্ছে, শপিং মলে ছেলেদের নিয়ে মজা করছেন ভিগ্নেশ ও তিনি। কখনও আবার দেখা যাচ্ছে, নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন বিদেশের রাস্তায়। গুঞ্জন উড়িয়ে একসঙ্গে ভালই রয়েছেন তাঁরা, এই কথা জেনে যেন খুশি তাঁদের অনুরাগীরাও।
আরও পড়ুন: Mallika Sherawat: মল্লিকাকে শ্বাসরোধ করে মেরে ফেলতে গিয়েছিলেন এই অভিনেতা? সত্যিটা কী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।