বিশ্বজিৎ দাস, মেদিনীপুর: ব্রিগেডের জনগর্জন সভা (Jonogorjon Sabha) থেকেই চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা প্রকাশ। ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করলেন মমতা। এই প্রথম ব্রিগেডের সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর লোকসভা আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। যা নিয়ে কটাক্ষ শোনা গেল দিলীপ ঘোষের গলায়।                                                                                       



মেদিনীপুর দিলীপ-গড় হিসেবেই পরিচিত। খড়গপুর শহরের খড়্গপুরের সাউথ এলাকায় একটি চায়ের দোকানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা চক্র থেকে এদিন জুনকেই কটাক্ষ করলেন দিলীপ।        


মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া, সেই জায়গায় দিলীপ ঘোষ প্রার্থী হয়, সেক্ষেত্রে লড়াই কী রকম হবে। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপির তরফে এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি। প্রথম যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে এখনও প্রকাশিত হয়নি মেদিনীপুর থেকে কে প্রার্থী হতে চলেছেন। যদি জুন মালিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হয় সেক্ষেত্রে কী বলবেন দিলীপ?   


এ প্রসঙ্গে দিলীপ বলেন, 'জুন মালিয়াকে আমার শুভেচ্ছা। দল ওঁকে দাঁড় করিয়েছে। মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছে। এখানে বড় বড় লড়াই হয়েছে। রাজনীতির বড় বড় নেতাকেও দেখেছি এখানে। অনেক বিশিষ্ট নেতা যারা সারা ভারতবর্ষে বিখ্যাত ছিলেন। মেদিনীপুর থেকে তারা গেছেন। মানুষ নরেন্দ্র মোদির দিকে তাকিয়ে উন্নয়নের কাজ দেখেছে এখানে। সেদিকেই মানুষ ভোট দিবে। স্বাভাবিকভাবে যে উন্নয়ন খড়্গপুরের চেহারা পাল্টে দেওয়ার চেষ্টা করেছি রেলের মাধ্যমে। মানুষ এটা দেখবে। আমার মনে হয় ঐরকম সুন্দর মুখ দেখে আর ভোট দেবে না।' 


আরও পড়ুন, বীরভূমে অনুব্রতর-অনুপস্থিতিতে কি কঠিন হবে লড়াই ? যা বললেন শতাব্দী...


এদিকে, আজ সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের একাধিক এলাকায় তাঁর নামে শুরু হয়েছে দেওয়াল লিখন। তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে ৪০ হাজারের বেশি ভোটের লিড দেবে দাঁতন, এমনই দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি।