সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: শহিদ স্মরণে বছর বছর ২১ জুলাই পালন করে আসছে তারা। এ বছরও তা নিয়ে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেই আবহেই মেদিনীপুরে (Medinipur) তৃণমূলের শহিদবেদিতে বিজেপি-র (BJP)পতাকা থাকাকে ঘিরে অশান্তি বাধল। এ নিয়ে দুই শিবিরের মধ্যে চরমে উঠেছে তরজা। শাসকদলের (TMC) অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতে শহিদবেদি ভেঙে, তৃণমূলের পতাকা নামিয়ে নিজেদের পতাকা তুলেছে। যদিও তা মানতে নারাজ গেরুয়া শিবির। তবে তাতেই অশান্তি থামেনি। বরং কোতয়ালি থানায় FIR দায়ের করেছে তৃণমূল।
মেদিনীপুরে তরজায় তৃণমূল-বিজেপি
তৃণমূলের শহিদবেদির উপর বিজেপি-র পতাকা উড়তে দেখে রবিবার উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহরের হাতারমাঠ এলাকায়। সেখানকার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। সেই নিয়ে রাজ্যের শাসকদলের তরফে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা তৃণমূলের শহিদবেদি ভাঙচুরের পাশাপাশি, তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। বিষয়টি নজরে পড়তেই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বলেও দাবি তুলেছেন তৃণমূল নেতৃত্ব। যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এমন ঘটনা বলে দাবি গেরুয়া শিবিরের।
আরও পড়ুন: Modi On Kali : মোদির মুখে মা কালীর স্তুতি, নাম না করে মহুয়াকে এই বলে খোঁচা মালব্যর ...
মেদিনীপুর ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি কল্লোল ঘোষালের কথায়, "আমাদের এখানে শহিদ বেদী ও ঝান্ডা দেওয়া ছিল। ভারী কিছু দিয়ে ভেঙে উপড়ে ফেলে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপির লোকেরা করেছে।"
বিজেপি-র দিকে অভিযোগের আঙুল বিজেপি-র
অন্য দিকে, বিজেপি-র মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি শমিতকুমার মণ্ডল বলেন, "তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ওরাই বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে। আমাদের কোনও কার্যকর্তা ও কর্মী এই ধরনের কাজ করেনি। করতে পারে না।"মেদিনীপুর শহরে এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে উঠেছে।