গুয়াহাটি: আলটপকা মন্তব্য থেকে তথ্যচিত্রের পোস্টার, বিগত কিছুদিন ধরে একের পর এক ধর্মীয় অবমাননার (Hurting Religious Sentiment) অভিযোগ সামনে এসেছে। এমনকি তার জেরে ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনাও। এ বার অসমে (Assam) এক ব্যক্তির বিরুদ্ধে হিন্দু দেবতার অবমাননার অভিযোগ উঠল। মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি পথনাটিকায় (Street Play) অভিনয় করছিলেন তিনি। সেখানে শিবের বেশে দেখা যায় তাঁকে। তাতেই হিন্দু দেবতার অবমাননা হয়েছে বলে অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
ধর্মীয় অবমাননার অভিযোগে অসমে আটক অভিনেতা
ধৃত ব্যক্তির নাম বিরিঞ্চি বরা (Assam News)। শনিবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথনাটিকায় অভিনয় করছিলেন তিনি। সেখানে শিবের বেশে দেখা যায় তাঁকে। তাঁর সহ অভিনেত্রী সেজেছিলেন পার্বতী। সোশ্যাল মিডিয়ায় সেই পথনাটিকার ভিডিও ছড়িয়ে পড়ে। তাতেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গদল-সহ একাধিক সংগঠন ওই ব্যক্তির শিব সাজা নিয়ে প্রতিবাদ জানায়।
গোটা ঘটনার প্রতিবাদে ওই সব সংগঠন প্রতিবাদ মিছিলও বার করে। এর পর সটান থানায় গিয়ে অভিযোগ দায়ের করে শিবের বেশে থাকা অভিনেতার বিরুদ্ধে। তিনি ধর্ম ভাবনায় আঘাত হেনেছেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ধর্মের অপব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয় থানায়।
আরও পড়ুন: India Coronavirus : সামান্য কমলেও এখনও আজও ১৮ হাজারের বেশিই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
এর পরই বিরিঞ্চিকে আটক করে পুলিশ। তাঁকে নগাঁও সদর থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মূল্যবৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ওই পথনাটিকার আয়োজন করাতেই অভিনেতা হিন্দুত্ববাদী সংগঠনের রোষানলে পড়েছেন বলে অভিযোগ করছেন অনেকে।