চাইলেই নিরপেক্ষ থাকা যায়: মীরা পান্ডে


চলতি বছরে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী(Panchayat Elections 2023) নামানো নিয়ে টানাপোড়েন চলছে লাগাতার। আর তাতে বার বার উঠে এসেছে রাজ্যের প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পান্ডের (Meera Pandey)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)বিচারপতির মুখেও উঠে এসেছে তাঁর আমলের নির্বাচনের কথা। সেই আবহে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এবার মুখ খুললেন তিনি। জানালেন, রাজ্য পুলিশ দিয়েই সুষ্ঠ নির্বাচন করানো যায়। কিন্তু রাজ্যে সাধারণত এত পুলিশ থাকে না। তার জন্যই কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন (Central Forces)। 


কেন্দ্রীয় বাহিনী নামানো নিয়ে টানাপড়েন চলছেই...


পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নামানো নিয়ে টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টে তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্য  নির্বাচন কমিশন। বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। এমনকি নিয়োগে সায় দেওয়ার পরেও, রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীবের জয়নিং রিপোর্ট প্রত্যাখ্যান করে ফেরত পাঠিয়েছেন নবান্নে।


পুলিশের জালে ভাদু শেখ খুনে অভিযুক্ত...


 দীর্ঘদিন পরে অবশেষে পুলিশের জালে পাকড়াও বগটুইয়ে (Bogtui) ভাদু শেখ খুনে অভিযুক্ত। বগটুইয়ে তৃণমূল নেতা ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত গ্রেফতার। বীরভূমের মাড়গ্রামে অস্ত্র-সহ গ্রেফতার নিউটন শেখ। মাড়গ্রাম পুলিশের হাতে গ্রেফতার নিউটন শেখ। দীর্ঘদিন ধরে নিউটনকে খুঁজছিল সিবিআই। ভাদু শেখ খুনে মূল অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে। নিউটনের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।



নির্বাচনী তথ্য বিকৃতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ


পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের (West Bengal Government)। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে (Division Bench) মামলা করল রাজ্য। আগামীকাল এই মামলার শুনানি। নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে গত কাল অর্থাৎ বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। পঞ্চায়েত ভোটের আগের দিন এই মামলায় সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।


ক্যাভিয়েট দাখিল শুভেন্দু অধিকারীর...


কেন্দ্রীয় বাহিনী (Central Forces) নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) যেতে পারে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন (WB Election Commission)। এই আশঙ্কায় ক্যাভিয়েট দাখিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শীর্ষ আদালত যাতে একতরফা ভাবে রাজ্য সরকার এবং কমিশনের বক্তব্য শুনে কোনও নির্দেশ যাতে না দেয়, তার জন্যই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর (Panchayat Elections 2023)। 


আরও পড়ুন:কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি