নয়াদিল্লি: ২২ জুন, ৪৯ বছর পূর্ণ করলেন দক্ষিণী তারকা থলপতি বিজয় (Thalapathy Vijay)। আর এই বিশেষ দিনেই প্রকাশ্যে এল তাঁর নতুন ছবির পোস্টার। লোকেশ কনগরাজের (Lokesh Kanagaraj) ছবি 'লিও'র লুক পোস্টার (Leo Look Poster) মুক্তি পেল। বিজয়ের অনুরাগীদের বিপুল সাড়া পেল এই পোস্টার। 


বিজয়ের জন্মদিনে প্রকাশ্যে 'লিও'র পোস্টার


বিজয়ের ফ্যান ফলোয়িং এমনিতেই বিপুল। তার ওপর অভিনেতার জন্মদিনের মধ্যরাতে তাঁর নতুন ছবি 'লিও'র নির্মাতারা প্রকাশ করেন পোস্টার। অভিনেতার অনুরাগীদের জন্য এ সারপ্রাইজের থেকে কম নাকি! পোস্টারে দেখা যাচ্ছে বিজয় থলপতির হাতে বিশাল হাতুড়ি, যার থেকে ঝরছে রক্ত। মারমুখী বিজয়ের এই পোস্টার এখন ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। 


'লিও'র ফার্স্ট লুকে দেখা যাচ্ছে বিজয় একটি রক্তাক্ত স্লেজহ্যামার চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে লোকেশ কনগরাজ লেখেন, 'লিওর প্রথম লুক এসে গেছে! শুভ জন্মদিন বিজয় থলপতি আন্না (ভাই)! আবারও তোমার সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পেরে উচ্ছ্বসিত! দুর্দান্ত কাটুক!' লোকেশ কনগরাজের এই ট্যুইট মাত্র আট ঘণ্টায় পার করে ৪৫ হাজার রিট্যুইটের সংখ্যা। 


'লিও'র শ্যুটিং সারা হয়েছে কাশ্মীরে। এই আসন্ন ছবিটি ঘোষণার সঙ্গে সঙ্গে বিপুল সাড়া পায়। শোনা যাচ্ছে এই ছবি লোকেশের সিনেম্যাটিক ইউনিভার্সের অন্তর্গত হতে চলেছে, 'কৈথি' ও 'বিক্রম' ইতিমধ্যেই যার অংশ। 


 






'লিও'র লুক পোস্টার দেখে উৎফুল্ল দর্শক। এক নেটিজেন লেখেন, 'এটা কি কলিউড (তামিল) ছবি নাকি হলিউড?' অপর একজন লেখেন, 'এই ছবির জন্য তর সইছে না।' আর এক অনুরাগী লেখেন, 'দুর্দান্ত সারপ্রাইজ! শুভ জন্মদিন আন্না (ভাই)। আগামী বছর দুর্দান্ত কাটুক।' অপর একজন লেখেন, 'এটা একেবারেই অপ্রত্যাশিত কিন্তু দারুণ।'


'লিও' ছবির মাধ্যমে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করবেন থলপতি বিজয় ও লোকেশ কনগরাজ। এর আগে তাঁদের প্রথম কাজ 'মাস্টার'। এই ছবিতে দেখা যাবে তৃষা, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, স্যান্ডি ও মিসকিনকে অভিনয় করতে। 


ললিত কুমারের 'সেভেন স্ক্রিন স্টুডিও' প্রযোজিত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। এই নিয়ে লোকেশের সঙ্গে তৃতীয় ছবিতে কাজ করলেন অনিরুদ্ধ। এর আগে তাঁরা একসঙ্গে 'মাস্টার' ও 'বিক্রম' ছবিতে কাজ করেছেন। 


আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি


সূত্রের খবর, এখনও শ্যুটিং চলছে 'লিও'র। ২০২৩ সালের অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা এই ছবির। সাম্প্রতিক খবর অনুযায়ী, শুধু ভারতের বিভিন্ন মুখ্য ভাষাতেই নয়, এই ছবি বিভিন্ন বিদেশী ভাষাতেও মুক্তি পাবে ওটিটি প্রিমিয়ারের সময়। শোনা যাচ্ছে এই ছবি জার্মান ও অন্যান্য বিদেশী ভাষায় মুক্তি পাবে নেটফ্লিক্সের মাধ্যমে। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial