কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: স্কুলে এলেই সকালে মিলবে ডিম,দুধ কর্নফ্লেক্স ও দুধ চকোজ়। এবার সরকারি স্কুলে চালু হল ব্রেকফাস্ট (Breakfast)। মিড ডে মিলের পাশাপাশি এবার প্রাতঃরাশের বন্দোবস্তও থাকবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রাতঃরাশ, সকালের পুষ্টি, সকলের পুষ্টি।


সরকারি স্কুলে চালু হল ব্রেকফাস্ট: অনেক শিশুই সকালে প্রাতঃরাশ করে স্কুলে আসতে পারে না। তাই শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার থেকে স্কুলেই শিশুদের প্রাতঃরাশের ব্যবস্থা করা হবে প্রতিদিন। এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাইমারি বিদ্যালয়ে। প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ২০০ জন ছাত্রছাত্রীকে এই ব্রেকফাস্ট দেওয়া হবে। স্কুলের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী, শিক্ষিকা লাবণ্য রায় ছাড়াও এই অভিনব উদ্যোগে তাদের সহযোগিতা করেছেন অন্যান্যরা। প্রত্যেক বছরের খরচের অর্ধেক খরচ করবেন শিক্ষিকা লাবণ্য রায় এবং বাকি অর্থ খরচ করবেন প্রধান শিক্ষক এবং তাঁর বন্ধু রাসবিহারী ধনী। প্রাথমিক ভাবে তাদের অনুমান, ২০২৪ শিক্ষাবর্ষের জন্য এই প্রকল্পে বছরে ৩ লাখ টাকা খরচ করা হবে।


এবিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন, এই ভাবনার প্রধান কারণ হল তিনি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছেন যে বেশিরভাগ ছাত্র-ছাত্রী প্রতিদিন কিছু না খেয়েই সকালে বিদ্যালয়ের আসে। আবার অনেকে খাবার আনলেও তা স্বাস্থ্যকর নয়। বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্পটি শুরু হয় সকাল ১০ থেকে। তাই আগের দিন রাত থেকে পরের দিন পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা শিশুরা কিছু না খেয়েই থাকে। তাই শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিশুদের জন্য এই প্রকল্পটি শুরু করা হয়েছে। শিশুদের সুস্বাস্থ্যের পাশাপাশি শিশুরা যাতে এই প্রকল্পের মাধ্যমে একে অপরকে সহযোগিতার করে সেই দিকটিও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে । তাই প্রতিদিন এই প্রাতঃরাশ শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় পরিবেশন করবে শিশুরাই। ৬ দিনের ব্রেকফাস্টের মেনুতেও থাকছে  সোমবার বাটার টোস্ট ও ডিম সেদ্ধ, মঙ্গলবার হরলিকস্ বিস্কুট, বুধবার ব্রেড,জ্যাম এবং কলা, বৃহস্পতিবারের খাদ্য তালিকায় দুধ কর্নফ্লেক্স বা দুধ চকোজ়, শুক্রবারে থাকছে ব্রেড ও ডিম সেদ্ধ এবং সপ্তাহের শেষ দিন শনিবার থাকবে কমপ্লান ও বিস্কুট।


বুধবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক স্কুল পরিদর্শক, বর্ধমান পুরসভা চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিনের অনুষ্ঠান থেকে স্কুলের এই প্রকল্পের প্রশংসা করেন প্রাথমিক স্কুল পরিদর্শক। স্কুলে শিশুদের জন্য এই ধরনের প্রকল্প শুরু হওয়ায় খুশি অভিভাবকরাও।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Alipurduar News: ট্রেন চালকের তৎপরতায় বাঁচল জীবন, প্রাণ রক্ষা হাতির