ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ১৩ ডিসেম্বর শনিবার যুবভারতীতে বিশৃঙ্খলার দিন সল্টলেক স্টেডিয়ামের নির্দিষ্ট একটি ব্লক থেকে প্রথম বোতল ছোড়া হয়েছিল বলে খবর। কোথা থেকে বোতল ছোড়া হয়েছিল, কোন দিক থেকে এসেছিল বোতল, কোন দিক উদ্দেশ্য করে ছোড়া হয়েছিল, এইসব তথ্য জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য় নিয়েছেন SIT- এর তদন্তকারীরা।
'স্টেডিয়ামের লোয়ার টিয়ার থেকে প্রথম বোতল ছোড়া হয়', স্টেডিয়ামের সেই ব্লক চিহ্নিত করেছেন তদন্তকারীরা, পুলিশ সূত্রে খবর। যুবভারতীর সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করল SIT. কতজনের কাছে গ্রাউন্ড অ্যাকসেস কার্ড ছিল, কারা দিয়েছিলেন? যুবভারতী কাণ্ডের তদন্তে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। গত শনিবার লিও মেসি, ডি পল এবং সুয়ারেজ মাঠে থাকাকালীন কাদের গ্রাউন্ড অ্যাকসেস ছিল, কারা এই অ্যাকসেস ইস্যু করেছিলেন এবং কারা পেয়েছিলেন, অনুষ্ঠানের আগের দিন পুলিশের সঙ্গে বৈঠকে কতজনের নাম দেওয়া হয়েছিল গ্রাউন্ড অ্যাকসেসের জন্য, অনুষ্ঠানের দিন মাঠে যাঁরা ছিলেন তাঁদের কার্ডে কাদের সই ছিল, কারা এই অ্যাকসেস ইস্যু করেছিলেন, কতজন শনিবার মাঠে ছিলেন, তাঁদের সকলের গ্রাউন্ড অ্যাকসেস ছিল কিনা - এই সবকিছুই ফুটেজের মাধ্যমে খতিয়ে দেখার কাজ করছেন এসআইটি- র তদন্তকারী আধিকারিকরা।
বুধবারই এসআইটি- র তরদন্তকারী আধিকারিকরা গিয়েছিলেন যুবভারতী স্টেডিয়ামে। দুপুরের পর সেখানে যান ফরেন্সিক দলের বিশেষজ্ঞরাও। এসআইটি সূত্রে খবর, গত শনিবার ১৩ ডিসেম্বর যেদিন লিওনেল মেসি সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন, সেদিন নির্দিষ্ট একটি ব্লকের লোয়ার টিয়ার থেকে প্রথম বোতল ছোড়া হয়েছিল। কোন ডিরেকশন বা দিক থেকে বোতলগুলো ছোড়া হয়েছিল, নির্দিষ্ট কোন ব্লক থেকে বোতল ছোড়া হয়েছিল সেই ব্যাপারে ফরেন্সিক বিশেষজ্ঞরা তাঁদের মতামত জানিয়েছেন স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের তদন্তকারী আধিকারিকদের। যে ব্লক থেকে বোতল ছোড়া হয়েছিল প্রথমে তা নিশ্চিত করেছেন এসআইটি- র তদন্তকারীরা। ক্রমাগত বোতল বৃষ্টি হয়েছিল ঘটনার দিন। তবে প্রথমে আপার কিংবা মিডল টিয়ার থেকে কোনও বোতল ছোড়া হয়নি। কেন লোয়ার টিয়ার থেকে প্রথমে বোতল ছোড়া হয় সেই তদন্তই করছেন এসআইটি- র আধিকারিকরা। অনুমান, সামনের দৃশ্যমানতা বাধাপ্রাপ্ত হয়েছিল। কোন দিক থেকে বোতল এসেছিল সেই বিষয়ে ফরেন্সিক বিশেষজ্ঞদের থেকে তথ্য ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন এসআইটি- র আধিকারিকরা।
সল্টলেক স্টেডিয়ামের বাইরে ও ভিতরে থাকা সমস্ত সিসিটিভির ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে এসআইটি। পরীক্ষা নিরীক্ষা চলছে এইসব ফুটেজের। ভাঙচুরের ক্ষেত্রে কোনও উস্কানি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, মূল আয়োজক শতদ্রু দত্ত নির্দিষ্ট একটি সংস্থাকে দিয়ে সেদিনের ব্রডকাস্টিংয়ের যাবতীয় কাজ করিয়েছিলেন। লিওনেল মেসির যুবভারতীতে আসার দিন ব্রডকাস্ট হওয়া যাবতীয় ফুটেজও ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন এসআইটি- র তদন্তকারী আধিকারিকরা। ব্রডকাস্ট আউটপুট লিঙ্ক বাজেয়াপ্ত করা হয়েছে।