অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে বারবার ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার! একের পর এক বাড়িতে ফাটল দেখা গেছে। কখনও মেট্রোর টানেলে হুহু করে জল ঢুকেছে ! যার জেরে বউবাজার দিয়ে মেট্রো কবে চালানো সম্ভব হবে, তা নিয়ে ধন্দ তৈরি হয়।
এবার সুখবর শোনাল মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী বছরই ধর্মতলা থেকে শিয়ালদা মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হবে বলে জানালেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর কথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী, আগামী বছর ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চললেই ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে।
অন্যদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান ইতিমধ্য়েই হয়ে গিয়েছে। যেকোনও দিন পরিষেবাও চালু হতে পারে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।