রঞ্জিত সাউ, বিধাননগর: চায়ের দোকানে আড্ডা জমিয়ে বেকার তরুণ-তরুণীদের মেট্রো রেলে চাকরির টোপ, লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত। ধৃত অমিত সমাদ্দার বেলঘরিয়ার বাসিন্দা।


লক্ষাধিক টাকা প্রতারণার: অভিযোগ, কয়েকমাস ধরে সল্টলেকের বিভিন্ন চায়ের দোকানে গিয়ে মেট্রোর অফিসার পরিচয় দিয়ে আড্ডা জমাতেন অমিত। বেকার তরুণ-তরুণীদের মেট্রো রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিতেন। লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে ভুয়ো নিয়োগপত্রও দেন। গতকাল টাকা দেওয়ার টোপ দিয়ে অভিযুক্তকেই করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে ডেকে আনেন চাকরিপ্রার্থীরা। সেখান থেকেই অভিযুক্তকে আটক করে GRP। পরে প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। চক্রের জাল কতদূর ছড়িয়ে, খতিয়ে দেখা হচ্ছে।                


কলকাতা শহরে বেশ কিছুদিন ধরেই এই চক্র নিজেদের জাল ছড়িয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা বা জড়িয়ে থাকলে তারা কে সে সম্পর্কে খোঁজ চালাচ্ছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।                           


এদিকে এবার হোয়াটসঅ্যাপ কলে প্রতারণা চক্রের হদিশ। প্রতারণার শিকার বীরভূমের কীর্ণাহারের এক ছাত্রীর পরিবার। অভিযোগ, ব্যাঙ্গালোরে MBA পড়ুয়ার এক আত্মীয়ার কাছে ২ নভেম্বর  অপরিচিত নম্বর থেকে ফোন আসে। পুলিশ পরিচয় দিয়ে বলা হয়, ওই ছাত্রী হোটেলে মধুচক্রে ধরা পড়েছেন এবং তাঁর কাছে মাদক মিলেছে। ভয় পেয়ে UPI-এর মাধ্যমে ১ লক্ষ ৫ হাজার টাকা পাঠান ছাত্রীর আত্মীয়া। পরে জানা যায়, প্রতারকরা হোয়াটসঅ্যাপ কলে ফাঁদ পেতে ওই টাকা হাতিয়ে নিয়েছে। ছাত্রীর
পরিবারের অভিযোগ, কীর্ণাহার থানায় গেলে দুর্ব্যবহার করেন OC. এরপর পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে নয়া প্রতারণার ফাঁদ? নেপথ্যে কোন চক্র? তদন্তে নেমেছে পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     


আরও পড়ুন: Chhath Puja 2024: গেটের সামনে বাঁশের ব্যারিকেড, টাঙানো ফ্লেক্স; আজ থেকেই বন্ধ শহরের দুই সরোবর