কলকাতা: দুর্গা পুজোয় এবার মেট্রো যাত্রীদের জন্য বড়সড় সুখবর ! রাতভর মিলবে পরিষেবা। জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ। কবি সুভাষ থেকে দক্ষিণশ্বরের মধ্যে তো বটেই, পাশাপাশি  হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যেও এই সুবিধা এবার ভোগ করবে দুর্গা পুজো দেখতে আসা যাত্রীরা।


মূলত গঙ্গার এপার ও ওপারের দুই শহরকে মিলিয়ে দিয়েছে কলকাতা মেট্রো। চলতি বছরের মার্চ মাসে যা প্রধানমন্ত্রী মোদির হাত ধরে উদ্বোধন হয়েছে। হাওড়া ময়দান মেট্রো পরিষেবার মাধ্যমে দ্রুতই গঙ্গার নীচ দিয়ে কলকাতায় যোগাযোগ রক্ষা করতে পারছেন সকলে। আর এবার সেই সফরেই দুর্গাপুজোয় রাতভর পরিষেবার সিলমোহর।


কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, গত বছরগুলির মতো এবারেও কবি সুভাষ (নিউ গড়িয়া ও দক্ষিণেশ্বরের মধ্যে রাতভর পরিষেবা চালু থাকবে। মেট্রো রেল কর্তৃপক্ষের সিনিয়র অফিসার জানিয়েছেন, সপ্তমী-অষ্টমী-নবমীতে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে রাতভর মেট্রো পরিষেবা উপভোগ করবে যাত্রীরা। যারা হাওড়া ও পাশ্ববর্তী জেলা থেকে কলকাতায় পুজো দেখতে আসতে চায়, তাঁদের জন্য এটা উৎসাহ বাড়িয়ে দেবে।'


তিনি আরও জানিয়েছেন, পুজোয় হাওড়া ময়দান থেকে এই পরিষেবা শুরু রাত ১ টা ৩০ মিনিটে। পাশাপাশি এসপ্ল্যানেড থেকে মাঝরাত ১ টা ৪৫ মিনিট নাগাদ শেষ পরিষেবা মিলবে। যার ফলে হাওড়া ও হুগলি জেলা থেকে পুজো দেখতে আসা যাত্রীরা সারাদিনে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা মেট্রো পরিষেবা পাবেন।'


পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, যাদের সল্টলেক অথবা ভিআইপি রোড তথা মেট্রোপলিটন বাইপাস বরাবরা পুজো দেখার ইচ্ছে রয়েছে, তাঁদের জন্যও পুজোয় শিয়ালদা থেকে সেক্টর ফাইভ অবধি গ্রীণ লাইন পরিষেবা খোলা থাকছে। এই শাখায় রাত ১ টা নাগাদ প্রথম ট্রেন এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে রাত সাড়ে ১১ টায় শেষ পরিষেবা মিলবে।'


আরও পড়ুন, আগামীকাল মুক্তি পাচ্ছে না রাজন্যা ও প্রান্তিকের শর্ট ফিল্ম, RG কর কাণ্ড নিয়ে 'আগমনী' ছবির মুক্তি স্থগিত..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।