কলকাতা: আগামীকাল মুক্তি পাচ্ছে না রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর শর্ট ফিল্ম। দলের কোপে পড়ার পর সুপ্রিম কোর্টেও এদিন ওঠে রাজন্যা হালদারের শর্ট ফিল্মের প্রসঙ্গ। মূলত আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি করা হয় 'আগমনী' ছবি। ছবিটিতে অভিনয় করেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা। পরিচালনা করেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তী। এদিকে এই ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই মোড় নেয় জোর বিতর্ক। সাসপেন্ড করা হয় তৃণমূলের রাজন্যা ও প্রান্তিককে। এদিকে এদিন 'সুপ্রিম' শুনানি চলাকালীনও উঠে আসে এই ছবির প্রসঙ্গ।


রবিবার মিউজিক লঞ্চ হয়নি, এবার স্থগিত হয়ে গেল আগমনী ছবির মুক্তিও। আগামীকাল মুক্তি পাচ্ছে না রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর শর্ট ফিল্ম। যেহেতু বিষয়টি বিচারাধীন তাই এই মূুহূর্তে ছবির মুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন প্রান্তিক চক্রবর্তী।'ঘটনাটি অতি সংবেদনশীল তাই ছবির মুক্তি স্থগিত রাখা হল', তাঁরা দুজনেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন বলেও জানিয়েছেন প্রান্তিক চক্রবর্তী।


এদিন দেশের শীর্ষ আদালতে  আরজিকর মামলার শুনানি চলাকালীন, চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার জানিয়েছেন, নির্যাতিতাকে নিয়ে কালই ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে।'এরপরেই আরজি কর মামলায় প্রধান বিচারপতি নির্দেশ দেন, 'অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারের।সিনেমার মুক্তি আটকাতে আইন পদক্ষেপ নিন।' 


আর জি কর কাণ্ডের আবহে, রাজন্যা হালদার অভিনীত শর্টফিল্মের মুক্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এবার সুপ্রিম কোর্টেও উঠে এল এই শর্টফিল্মের প্রসঙ্গ। অন্যদিকে ছবির নির্মাতা ও অভিনেত্রী পরিষ্কার জানিয়ে দিলেন যে মহালয়ার দিন এই শর্ট ফিল্ম তারা রিলিজ করবেন না। এদিন সুপ্রিম কোর্টে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, একটা ছবি আগামীকাল ইউটিউবে রিলিজ হওয়ার কথা। যাতে বলা হয়েছে, এটা আরজি কর মেডিক্যালের ঘটনা নিয়ে। আমি একেবারেই বলছি না যে কারও কথা বলা উচিত নয়, মত প্রকাশ করা উচিত নয়। এটা উপস্থাপন করা নয়। যাই হোক, এটা কি তদন্তে প্রভাব ফেলবে যা প্রাথমিক স্তরে এবং অত্যন্ত সংবেদনশীল জায়গায় রয়েছে? 


নাম আগমনী। তার নীচে লেখা 'তিলোত্তমাদের গল্প'। পোস্টারে অভিনেত্রীর গায়ে ডাক্তারের অ্যাপ্রন। হাতে স্টেথো। আর মাথায় শোলার মুকুট। আর জি কর কাণ্ডের আবহে এই শর্টফিল্মের মুক্তি ঘিরেই সম্প্রতি তৈরি হয় বিতর্ক। ছবির নির্মাতা ও অভিনেত্রী দুজনকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ। আর এবার, তিলোত্তমাকে নিয়ে শর্টফিল্মের প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টের শুনানিতেও।


আরও পড়ুন, RG কর কাণ্ডে বিচার চেয়ে হাওড়ার পুজো মণ্ডপে বসল 'শিরদাঁড়া', পুলিশ আসতেই 'মেরুদণ্ড' ঢাকল ত্রিপলে !


নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, একটা ছবি আগামীকাল ইউটিউবে রিলিজ হওয়ার কথা। যাতে বলা হয়েছে, এটা আরজি কর মেডিক্যালের ঘটনা নিয়ে। আমি একেবারেই বলছি না যে কারও কথা বলা উচিত নয়, মত প্রকাশ করা উচিত নয়। এটা উপস্থাপন করা নয়। যাই হোক, এটা কি তদন্তে প্রভাব ফেলবে যা প্রাথমিক স্তরে এবং অত্যন্ত সংবেদনশীল জায়গায় রয়েছে? দ্বিতীয়ত, তাঁকে কীভাবে দেখানো হয়েছে ছবিতে? আমি অলরেডি স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়েছি, কারণ এটা ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় প্রকাশ হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।