অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: লোকসভা ভোটের (Parliament Election) আগেই চালু হতে পারে বহু প্রতীক্ষিত হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা (Kolkata metro Service)। সোমবার মেট্রোর কাজ খতিয়ে দেখলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। তাঁর সবুজ সংকেত মিললেই গঙ্গার নীচ দিয়ে যাতায়াত করবেন রাজ্যবাসী। 


উপরে বইছে গঙ্গা। আর নীচে দৌড়চ্ছে মেট্রো। শহরবাসীর বহুদিনের প্রতীক্ষার কি এবার দ্রুত অবসান হবে? মেট্রো কর্তৃপক্ষের আশ্বাস, খুব শীঘ্রই এই আশা পূরণ হতে চলেছে। সব ঠিক থাকলে লোকসভা ভোটের আগেই গঙ্গার নীচ দিয়ে শুরু হয়ে যাবে মেট্রো চলাচল। 


সোমবার হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে ধর্মতলা (Esplanade) পর্যন্ত মেট্রো রুটের (Metro Route) বিভিন্ন অংশ পরীক্ষা করেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি-র ছাড়পত্র মিললেই গঙ্গার (Metro under Ganga) নীচ দিয়ে মেট্রোর আনুষ্ঠানিক চলা শুরু হবে। মেট্রো রেলের CPRO কৌশিক মিত্র বলেন, 'আমাদের ৩ টি মেট্রোর সাইট রেডি আছে। মাঝেরহাট, হাওড়া ময়দান থেকে ধর্মতলা। কবি সুভাষ থেকে রুবি। ৩ টির কাজই শেষের দিকে। ৪ তারিখ মাঝেরহাটে স্পিডরান করেছেন CCRS। ৫ ও ৬ তারিখ হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রোর কাজের ইন্সপেকশন করছেন তিনি। সব দিক দেখে ছাড়পত্র দেবেন CCRS।'


গত ডিসেম্বরে, হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন CCRS। কিন্তু তখন একাধিক খামতি চোখে পড়ে তাঁর। ১৮টি কারণে ফেল করে মেট্রো। এবার পরীক্ষায় পাস করার আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। যদি তা হয়, তাহলে ভারতে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে রাজ্যে। মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী, হাওড়া ময়দান থেকে ধর্মতলা - এই রুটটি ছাড়াও, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবাও, আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যেতে পারে শীঘ্রই। ফলে লোকসভা ভোটের আগে এই নিয়ে উৎসুক রাজনৈতিক মহল।


এর আগের বার পরিদর্শনে এসে বেজায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা। সূত্রের খবর, পরিদর্শনে উঠে এসেছিল হাওড়া ময়দান থেকে ধর্মতলা যাওয়ার জন্য গঙ্গার নীচ দিয়ে নেওয়া মেট্রো রুটের বেশ কিছু পরিকাঠামো তৈরি বাকি ছিল সেইবার। তার জেরেই রেগে গিয়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত নাকি পরিদর্শন শেষ না করেই ফিরে গিয়েছিলেন তাঁরা। পরিকাঠামো শেষ করে তাঁদের ডাকার কথা বলেছিলেন সেফটি কমিশনের আধিকারিকরা।    


আরও পড়ুন: বোনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল দিদি! আজ ক'জনের উত্তরপত্র বাতিল?