মালদা: বোনের পাশে দিদি থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু, যদি বেআইনি কাজে পাশে দাঁড়ান? তাহলে বিপদ হবেই। বোনের হয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে গিয়েই হল কাল। পরীক্ষা পরিদর্শকের হাতে ধরা পড়লেন দিদি। তার জেরে বাতিল হয়ে গেল বোনের মাধ্যমিক পরীক্ষার খাতা। সাংবাদিক বৈঠকে এই ঘটনার কথা জানালেন খোদ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBSSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায়। এদিন মালদায় (Malda) সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'উত্তর দিনাজপুরে একজন ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়েছেন। সম্ভবত বোনের জায়গায় দিদি পরীক্ষা দিচ্ছিলেন এমন কোনও ঘটনা ঘটেছে।'
একদিকে যেমন ভুয়ো পরীক্ষার্থী (Fake Candidate in Madhyamik) ধরা পড়ার মতো ঘটনা ঘটেছে তেমনই এদিনও মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢোকার জন্য বাতিল হয়েছে একাধিক পরীক্ষার্থীর খাতা। সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, এদিন মোট ৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে। তার মধ্যে কলকাতায় রয়েছে ১ জন, পশ্চিম বর্ধমানে ১ জন, হুগলিতে ১ জন, উত্তর ২৪ পরগনায় ১ জন রয়েছে। পরীক্ষা চলাকালীন এরা সকলেই হলে মোবাইল নিয়ে ধরা পড়েছে।
যেদিন থেকে টেস্ট পেপার বেরিয়েছে সেদিন থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রচার করা হয়েছে কী কী নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। পাশাপাশি স্কুলে স্কুলে পোস্টার দেওয়া হয়েছিল, পরীক্ষা কেন্দ্রের বাইরেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ৩১ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল পর্ষদের সভাপতির তরফে। সেখানে স্পষ্ট করে লেখা হয়েছিল কী কী জিনিস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। সেখানেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, এই নিয়ম না মেনে পরীক্ষাকেন্দ্রে ঢুকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেই মতোই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে।
কী ছিল সেই বিজ্ঞপ্তিতে?
পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তার নীচে সই ছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এই বছরের মাধ্যমিক পরীক্ষায় আদর্শ পরিচালন পদ্ধতি অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পর্ষদকে জানানো হয়েছে। পরীক্ষার কেন্দ্রে (Exam Hall) যাতে নিষিদ্ধ কোনও বস্তু না নিয়ে যাওয়া হয় তার জন্য আবেদন করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। যদিও কোনওভাবে কোনও মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ বস্তু পাওয়া যায় তাহলে পরীক্ষা বাতিলের মতো কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে মোবাইল এবং নিষিদ্ধ কোনও বস্ত নিয়ে পরীক্ষাকেন্দ্রে না ঢুকতে পারে তার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে।
আরও পড়ুন: আগামীকাল ২০০৯-এর প্রাথমিকের প্যানেল প্রকাশ! ঘোষণা কুণালের