Jobs In WBMSC: কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে 'কনজারভেন্সি মজদুর' পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই পদে আবেদনের জন্য অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে এই আবেদনপত্র।

WBMSC Jobs 2022: 'কনজারভেন্সি মজদুর' পদে নিয়োগ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC) কনজারভেন্সি মজদুরের 104টি পদের জন্য অনলাইন আবেদন আমন্ত্রণ জানিয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (WBMSC) অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। 

CONSERVANCY MAZDOOR – 104Jobs In WBMSC: শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে বাংলা, ইংরেজি ও আঞ্চলিক ভাষায় (হিন্দি, উর্দু, ওড়িয়া ও নেপালি) পড়া ও লেখার ক্ষমতা থাকতে হবে।

Jobs In WBMSC: বয়স সীমা এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা SC/ST-দের জন্য 05 বছর, OBC-দের জন্য 03 বছর ও PWD বিভাগের জন্য 10 বছর শিথিলযোগ্য। প্রাক্তন সৈনিক বা অন্যান্যদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়স সীমায় ছাড় দেওয়া হয়েছে। 

WBMSC Jobs 2022: প্রার্থীদের নির্বাচনব্যক্তিত্ব পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে হবে নিয়োগ। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল ​​সার্ভিস কমিশন (WBMSC)-এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে - https://www.mscwb.org 

প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম ও অন্যান্য বিষয় সম্পর্কিত আরও বিশদ বিবরণের জন্য অফিশিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখতে হবে। 

WBMSC Jobs 2022: আবেদনের ফিপ্রার্থীদের অবশ্যই 200/- (SC/ST, PH-এর জন্য 50/- টাকা) আবেদন ফি দিতে হবে। ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা  অন্য কোনও বিকল্প ব্যবহার করে অনলাইন আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনকারীরা। সব ক্ষেত্রেই অনলাইন মোডের মাধ্যমে ফি জমা দেওয়া যেতে পারে। বিস্তারিত জানার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখতে হবে আবেদনকারীদের।Official website of West Bengal Municipal Service Commission (WBMSC) — https://www.mscwb.org

 


Education Loan Information:

Calculate Education Loan EMI