সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: যে ওষুধ দেখিয়ে, রোগী মেয়াদ-উত্তীর্ণের (Midnapore Medicine Controversy) অভিযোগ করছেন, তার ব্য়াচ নম্বর স্বাস্থ্য়কেন্দ্রের ব্যাচ নম্বরের সঙ্গে মিলছে না। মেদিনীপুর পুর স্বাস্থ্য়কেন্দ্রে, মেয়াদ-উত্তীর্ণ ওষুধ বিতর্কে, শোকজ লেটারে, এমনই জবাব দিয়েছেন পুরসভার স্বাস্থ্য় আধিকারিকরা। আর তা নিয়েই তৈরি হয়েছে নতুন জটিলতা। যদিও এনিয়ে নিজের বক্তব্য়ে অনড় অভিযোগকারী।
শোকজ-'উত্তরে' নয়া জটিলতা: ওষুধ তৈরি হয়েছে ২০২২ সালের নভেম্বরে।,এক্সপায়ারি ডেট, অক্টোবর ২০২৪। মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে, এই মেয়াদউত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে যায়। পুরসভার স্বাস্থ্য় দফতরের ৩ চিকিৎসক-সহ ৫ জনকে শো-কজ করা হয়। সেই শোকজের উত্তরে, পুর-স্বাস্থ্য়কেন্দ্রের আধিকারিকরা জানিয়েছেন, যে ওষুধ রোগী দেখিয়েছেন, তার ব্য়াচ নম্বর হাসপাতালের ব্যাচ নম্বরের সঙ্গে মিলছে না।
জেলার মুখ্য় স্বাস্থ্য় আধিকারিক সৌম্য়শঙ্কর ষড়ঙ্গী জানিয়েছেন, "সংশ্লিষ্ট আধিকারিক, কর্মচারী, তারা লিখিত জানিয়েছেন, যে, ওষুধটা উনি ক্লেম করছেন ওখান থেকে নিয়েছেন, ওষুধটার নাকি ব্য়াচ নম্বর ওই ওষুধ ওখান থেকে ইস্য়ু করা হয়নি। হাসপাতালে সাপ্লাই হয়নি। উনি নিজেই বাইরে থেকে এনেছেন। ওটা গর্হিত কাজ। পুলিশকে জানাব। যাতে ব্য়বস্থা নেয়।''
সম্প্রতি, মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে মেয়াদউত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ করেন, পুরসভারই এক প্রাক্তন কর্মী। মেদিনীপুর শহরের অলিগঞ্জের বাসিন্দা চণ্ডীপ্রসাদ দত্তর দাবি, গত ২৮ অক্টোবর তিনি পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে যান। তাঁর অভিযোগ, সেখান থেকে যে ওষুধ দেওয়া হয়, সেগুলি সবই মেয়াদ উত্তীর্ণ। পুরসভার স্বাস্থ্য় আধিকারিকরা, এই দাবি মানতে না চাইলেও, নিজের দাবিতে অনড় অভিযোগকারী চণ্ডীপ্রসাদ দত্ত। তিনি জানিয়েছেন, "ওখান থেকেই নিয়ে এসেছি। আপনারা ওদের খাতা দেখুন। কবে দিয়েছে। খাতাটা দেখুন সেই দিনের। ডাক্তার দিদিমণি দিয়েছিল।''
এদিকে ফের শিরোনামে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। মর্গে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে দাবি, গভীর রাতে মর্গের প্রধান ডোম সন্তোষ মল্লিকের সঙ্গে গোপাল ও শম্ভু মল্লিকের মধ্যে সংঘর্ষ হয়। সূত্রে দাবি, টাকার ভাগ নিয়ে মর্গ-কর্মীদের মধ্যে মারপিট হয়। ভাঙচুর করা হয় কম্পিউটার ও আসবাবপত্র। থানায় অভিযোগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jadavpur Exam Controversy: ফের খাতা দেখে ফল প্রকাশ, যাদবপুরে নম্বর 'গরমিলে' অধ্য়াপককে শোকজ়