মেদিনীপুর: মেদিনীপুরে হাড়হিম করা ছবি! দাউ দাউ করে জ্বলছে গোটা শরীর, তার মধ্যেই দৌড় ব্যবসায়ীর। ভরদুপুরে লটারি ব্যবসায়ীর গায়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। মেদিনীপুর সদর ব্লকের কেরানিচটি এলাকায় ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ব্যবসায়ীকে দ্রুত সুরজিৎ সাউ মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়।
আরও পড়ুন, রাজ্যকে ডেডলাইন বেঁধে দিলেন চাকরিহারা শিক্ষকরা, 'সোমবারের মধ্যে সরকারের তরফে যোগাযোগ করা না হলে..'
মেদিনীপুরকাণ্ডে আটক ২, সেই দুজন ওই এলাকারই ব্যবসায়ী !
শেষ অবধি পাওয়া খবরে, এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে। সেই দুজন ওই এলাকারই ব্যবসায়ী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদেরকে আটক করা হয়েছে, তাঁদের সঙ্গে ওই আক্রান্ত ব্যবসায়ীর আগেও ঝামেলা হয়েছে। এদিনও বচসা শুরু হয়। তারপরেই এই ভয়াবহ ঘটনা মোড় নেয়। কিন্তু কী কারণে এমন ঘটাল অভিযুক্তরা , তা জানা যায়নি। আটক হওয়া ব্যাক্তি ছাড়াও এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছেন কিনা তাও খোঁজ নিচ্ছে পুলিশ।
শিউরে ওঠা সেই সময়টাতেও মাথা রেখেছিলেন ঠান্ডা ! বুদ্ধি করে সরিয়েছিলেন পোশাক
জানা গিয়েছে, গায়ে আগুন ধরা অবস্থাতেই তিনি রাস্তা দৌড় দিয়েছিলেন। এবং ওই ভয়াবহ অবস্থাতেই মাথা ঠান্ডা রেখে পোশাক খুলে ফেলেন বলে খবর। তারপরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে আসে। কিন্তু আক্রান্ত ব্যবসায়ী সুরজিৎ সাউ এর অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যেই মেদিনীপুর মেডিক্যাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তবে কতগুলি প্রশ্ন রয়েই গেল, এমন কী ঘটেছিল, যে একই এলাকার অন্য দুই ব্যবসায়ী এমন আক্রমণাত্বক হল ? আশা করা যায়, তিনি পুরোপুরি সুস্থ হলেই, প্রকৃত সত্য বাইরে বেরিয়ে আসবে।
গতবছর জোড়াবাগানের নতুন বাজারে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ
গতবছরই ভর সন্ধেয় খাস কলকাতার রাজপথে হামলা চলেছিল ! জোড়াবাগানের নতুন বাজারে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরেছিল বলে অভিযোগ। পিছন থেকে এসে ব্যবসায়ীকে চপারের কোপ দিয়েছিল আরেক যুবক। পারিবারিক বিবাদে হামলা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।