Noise Earbuds: নয়েজ সংস্থার নতুন ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। এবার লঞ্চ হয়েছে নয়েজ বাডস এফ১ মডেল। এটি একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস। নয়েজের এই নতুন ইয়ারবাডস চারটি রঙে লঞ্চ হয়েছে দেশে। এই ইয়ারবাডসে রয়েছে ১১ মিলিমিটারের ড্রাইভার। নয়েজ ভারতীয় সংস্থা এবং তাদের এই নতুন ওয়ারেবল অডিও ডিভাইস ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না নয়েজ বাডস এফ১ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। এই ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি, কোয়াড মাইক, এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সাপোর্ট ফোনকলের ক্ষেত্রে। একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত নয়েজের নতুন ইয়ারবাডসে প্রায় ৫০ ঘণ্টার প্লেব্যাক টাইম সাপোর্ট পাওয়া যাবে।
ভারতে নয়েজ বাডস এফ১ ইয়ারবাডসের দাম কত
এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের দাম আপাতত দেশে ৯৯৯ টাকা ধার্য হয়েছে। এটি ইন্ট্রোডাক্টরি প্রাইস। অর্থাৎ অফার যুক্ত। অনেক সংস্থাই তাদের প্রোডাক্টে এভাবে শুরুর দিকে ছাড় দেয়। তবে এই ডিসকাউন্ট যুক্ত দামের মেয়াদ কতদিন তা জানায়নি নয়েজ সংস্থা। Calm Beige, Carbon Black, Mint Green, True Purple- এই চার রঙে কেনা যাবে নয়েজের নতুন ইয়ারবাডস। অনলাইনে পাবেন ফ্লিপকার্টে।
নয়েজ বাডস এফ১ ইয়ারবাডস কেন কিনবেন? কেনার আগে দেখে নিন ফিচারগুলি
- এই ইয়ারবাডসে রয়েছে ১১ মিলিমিটারের ড্রাইভার্স। এছাড়াও রয়েছে EQ মোডের সাপোর্ট। এর সাহায্যে ইউজাররা তাঁদের সাউন্ড প্রোফাইল কাস্টোমাইজ করতে পারেন।
- একটি কোয়াড মাইক সিস্টেম রয়েছে নয়েজের নতুন ইয়ারবাডসে যা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সুবিধা দেয়। এর ফলে ব্যাকগ্রাউন্ডের যাবতীয় অপ্রয়োজনীয় শব্দ এড়ানো সম্ভব হয়। তার ফলে ইয়ারবাডসের সাহায্যে ফোনে কথা বলার সময় স্পষ্ট শব্দ পাবেন আপনি।
- গেম খেলার ক্ষেত্রে এই ইয়ারবাডস ভাল পরিষেবা দেবে কারণ এখানে রয়েছে লো ল্যাটেন্সি মোড, যা রিয়েল টাইম অডিও ফিডব্যাক দেবে ভিডিও গেম খেলার সময়। অডিও-ভিডিও একসঙ্গে দুর্দান্ত ভাবে খাপ খেয়ে চলবে। আগে-পিছে হবে না। ফলে গেম খেলার অভিজ্ঞতাও ভাল হবে।
- নয়েজের এই ইয়ারবাডসে রয়েছে সংস্থার ইনস্টাচার্জ টেকনোলজির সাপোর্ট। এর সাহায্যে নয়েজের এই ইয়ারবাডসে মাত্র ১০ মিনিট চার্জ দিলে তা চলবে প্রায় ১৫০ ঘণ্টা, এমনটাই দাবি করেছে নয়েজ কর্তৃপক্ষ। এই ইয়ারবাডস ওয়াটার অ্যান্ড সোয়েট প্রুফ ডিভাইস। অতএব জলে, ঘামে সহজে নষ্ট হবে না।