সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: পশ্চিমবঙ্গে এর আগে একবারই দেখা গিয়েছিল এই প্রজাতির রাজহাঁসের। তবে এবার বিরল প্রজাতির পরিযায়ী হাঁস দেখতে সবাই ছুটছে রায়গঞ্জে। এ বছর তারা হাজির রায়গঞ্জের পানিশালা এলাকার দীপরাজা দীঘিতে। মঙ্গোলিয়া কিংবা সাইবেরিয়ায় দেখা যায় এই বিরল প্রজাতির রাজহাঁসটিকে। যার নাম তুন্দ্রা বিন গুস (Tundra Bean Goose)। 


বহুবছর ধরে এই জলাশয়ে সাইবেরিয়ান প্রজাতির রাজহাঁস গ্রেল্যাগ গুসের (Graylag Goose) দেখা মেলে। তবে এবছর হঠাৎ তুন্দ্রা বিন রাজ হাঁসের দেখা মেলায় উচ্ছ্বসিত পক্ষী বিশেষজ্ঞরা। পাখি বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে গ্রেল্যাগ প্রজাতির রাজহাঁসরা প্রায় সময়ে ভারতে এলেও তুন্দ্রা বিন রাজহাঁসের দেখা মেলে হাতে গুনে। সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গে এর আগে নাকি একবারই এসেছিল তুন্দ্রা বিন।


এদিন জলাশয় জুড়ে দেখা গেল গ্রেল্যাগ রাজহাঁস। তাদের মাঝে একটি মাত্র তুন্দ্রা বিন রাজহাঁস। তবে এতোগুলো হাঁসের মাঝে এই তুন্দ্রা বিন হাঁসটির চেনার উপায় কী ? হাঁসটির বৈশিষ্ট্য হলো, ঠোঁট কালো এবং ঠোঁটের মাঝে রয়েছে একটি ছোট হলুদ গোলাকৃতি দাগ। শরীরটি কালচে যা বাকি হাঁসদের থেকে আলাদা। জলাশয়ের উদ্ভিদ খেয়েই এরা জীবনধারণ করে বলে জানান পাখি বিশেষজ্ঞরা। বিরল প্রজাতির এই পাখির খবর চাউর হতে কলকাতা, শিলিগুড়ি , মালদা, বালুরঘাট থেকে ছুটে এসেছেন পাখি প্রেমী ও বিশেষজ্ঞরা।                                                                                    


আরও পড়ুন, অ্যাডিনো ভাইরাসে মৃত্যু শিশুদের, বাড়ছে আক্রান্তের সংখ্যাও, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের


বন দফতরের আধিকারিক, কর্মী থেকে পাখি প্রেমী ও বিশেষজ্ঞরা সকাল থেকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত এই বিরল প্রজাতির পাখিটিকে। গ্রামের জলাশয়ে বিরল প্রজাতির পাখির দেখা মেলায় উচ্ছ্বসিত স্থানীয়রা। তাঁরা চাইছেন ওই জলাশয়টিতে পাখিদের দেখাশোনার ব্যবস্থা করুক বন দফতর।


কুলিকের পাশাপাশি রায়গঞ্জের আরও একটি জায়গায় পাখিরালয়ের সম্ভাবনা দেখছেন তাঁরা। গজলডোবার পাশাপাশি পাখিরালয়ের মানচিত্রে পানিশালা জায়গা পায় কিনা তা সময়ই বলবে। তবে বিরল প্রজাতির তুন্দ্রা বিন গুসকে চোখের সামনে দেখতে পেয়ে খুশিতে ডগোমগো পক্ষী প্রেমীরা।