Stock Market News: আশা না জাগিয়ে বাড়ছে আশঙ্কা। সোমের পর মঙ্গলেও অমঙ্গলের ইঙ্গিত দিল বাজার। এই নিয়ে টানা আটদিন পতন হল বাজারে। 


Share Market: আজ বাজারের কী অবস্থা ?
আজ দিনের শেষে বাজারে দুটি মূল ইক্যুইটি বেঞ্চমার্ক সেনসেক্স ও নিফটি লাল দাগে দৌড় থামিয়েছে। এখানে রিলায়েন্স, ইনফোসিস, টাটা স্টিল ও আইটিসি-র মতো সূচকের হেভিওয়েটগুলিতে বড় বিক্রি দেখা গিয়েছে।  টানা আট নম্বর ট্রেডিং সেশনে আজ নিচে নেমেছে বাজার। মঙ্গলবার ডিসেম্বর ত্রৈমাসিকের জিডিপি সংখ্যার আগে বিনিয়োগকারীরাও বেশ উদ্বিগ্ন ছিলেন। যার প্রভাব পড়েছে বাজারে।


Stock Market News: কী অবস্থা ছিল সেনসেক্সের ?
এসএন্ডপি বিএসই সেনসেক্স আজ প্রাথমিক ট্রেডে 59,484 এর স্তর ছোঁয়। পরে অবশ্য নেতিবাচক স্তরে চলে যায় বুলরা।  দিনের উচ্চতর স্তর থেকে থেকে 688 পয়েন্ট কমে 58,796-এর সর্বনিম্নে পৌঁছেছে এই সূচক। দিনের শেষে সেনসেক্স 326 পয়েন্ট কমে 58,962-তে বন্ধ হয়েছে। গত আট ট্রেডিং ডেতে এটি মোট 2,358 পয়েন্ট কমেছে।


Share Market: কী অবস্থা হয় নিফটির ? 
অন্যদিকে, NSE Nifty50 17,440-এর উচ্চতর পয়েন্ট থেকে ইন্ট্রা-ডে লেনদেনে 17,255-তে নেমে আসে। নিফটি শেষ পর্যন্ত 88 পয়েন্ট কমে 17,303 এ স্থির হয়েছে। এটি তার 200-ডিএমএ (ডেইলি মুভিং এভারেজ) ভেঙেছে যা 17,384-এ দাঁড়িয়েছে।


Stock Market News: কোন স্টকের কী অবস্থা ?
আজ সেনসেক্সের 30 টি শেয়ারর মধ্য়ে টাটা স্টিল, রিলায়েন্স, বাজাজ ফিনসার্ভ, ইনফোসিস, আইটিসি, এয়ারটেল পিছিয়ে ছিল। অন্যদিকে, এশিয়ান পেইন্টস, এমঅ্যান্ডএম, পাওয়ারগ্রিড, আল্ট্রাসেমকো, এইচডিএফসি, টাটা মোটরসে উত্থান দেখা গেছে।


Share Market: কোন খাতের হাল কী ছিল ?
আজ পুরো বাজারের দিকে তাকালে, বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলি সবুজে বন্ধ হয়েছে । সেক্টরের মধ্যে পাওয়ার ও রিয়েলটি 1 শতাংশ বেড়েছে। যেখানে ধাতু, তেল ও গ্যাস, স্বাস্থ্যপরিসেবা ও আইটি 1-2 শতাংশ কমেছে। সোমবার আগের সেশনে, S&P BSE সেনসেক্স 176 পয়েন্ট কমে 59,228-এ বন্ধ হয়েছিল। অন্যদিকে, NSE নিফটি 73 পয়েন্ট কমে 17,392-তে ক্লোজিং দিয়েছিল। 


বাজার বিশেষজ্ঞদের ধারণা, বুধে ১৭৩০০ থেকে ঘুরে দাঁড়াবে নিফটি। কারণ, আজ ২০০ ডে মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে এই সূচক। যা বিনিয়োগকারীদের ক্ষেত্রে খুবই চিন্তার কারণ। কাল নিফটি ঘুরে না দাঁড়ালে ধস নামার আশঙ্কা থাকবে বাজারে।


আরও পড়ুন: FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে ৯.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি