হিন্দোল দে, সঞ্চয়ন মিত্র এবং আবির দত্ত, কলকাতা: মনোস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী৷ সাগরের জল স্পর্শ করে, কপিল মুনির আশীর্বাদ নিয়ে বুক বাঁধলেন মোক্ষলাভের আশায়৷ পুণ্যস্নান নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। প্রশাসনের হিসেব অনুযায়ী, আজ দুপুর ৩ টে পর্যন্ত ৩৯ লক্ষ পুণ্যার্থী এসেছেন সাগবে।
স্নান শুরু গঙ্গাসাগরে। নানা বয়সের নানা মুখ, নানা ভাষা। পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্ত, সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার হয়ে গেছে এই ভারতের মহামানবের সাগরতীরে। যেন এক টুকরো ভারত।
এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তি। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, এবার দু'দিনই সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ। কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার পাশাপাশি, এদিন ভোর থেকে সাগরে স্নান করেন লক্ষ লক্ষ পুণ্যার্থী।
স্নান করার জন্যে সাগরের পাঁচটি ঘাটের মধ্য অন্যতম গুরুত্বপূর্ণ ২নম্বর ঘাট। কিন্তু সেই ঘাটটি বন্ধ থাকায় সমস্যায় পড়েন পুণ্যার্থীরা। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, রবিবার সূর্যোদয় থেকে সকাল ১১.৪৫ পর্যন্ত স্নানের জন্য শুভক্ষণ।
আরও পড়ুন, 'দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতার', সাক্ষাৎকারে মন্তব্য অমর্ত্য সেনের
ঘন কুয়াশার জেরে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কাকদ্বীপের লট এইট থেকে কচুবেড়িয়া ভেসেল পরিষেবা বন্ধ করে দেয় জেলা প্রশাসন। বন্ধ হয়ে যায় কচুবেড়িয়া-গঙ্গাসাগর বাস পরিষেবাও। কুয়াশার কারণে এদিন সকালে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ না ছাড়ায় বিপাকে পড়েন গঙ্গাসাগরগামী যাত্রীরা।
বাবুঘাট থেকেও বেশ কিছুক্ষণ বন্ধ ছিল গঙ্গাসাগরগামী বাস পরিষেবা। বিপাকে পড়েন গঙ্গাসাগর যাত্রীরা। একই কারণে, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড থেকে বাস পরিষেবা বন্ধ রাখা হয়। কুয়াশা কাটলে ফের শুরু হয় বাস চলাচল।
ঘন কুয়াশার কারণে ঘটেছে দুর্ঘটনাও। জখম হন হয়েছেন ৫ সাগরযাত্রী। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে সাগরের জোড়ামন্দির এলাকায়। পুণ্যস্নান সেরে কলকাতার একদল পর্যটক গাড়িতে করে কচুবেড়িয়ায় ফিরছিলেন। সেইসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।