কলকাতা: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় অমর্ত্য সেন (Amartya Sen)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা এবং যোগ্যতা রয়েছে,  পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য নোবেলজয়ী অমর্ত্য সেনের। তিনি আরও বলেন যে ২০২৪ এর লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করতে হলে গুরুত্বপূর্ণ হতে চলেছে।                                      


সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী বলেন, "লোকসভা নির্বাচনে বিজেপি যদি ভাবে একক ঘোড়ার দৌড় হবে তা ভুল। বরং বেশ কয়েকটি আঞ্চলিক দল আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।" অর্থনীতিবিদ বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষমতা রয়েছে। তবে তিনি সফল হবেন তখনই যদি তিনি বিজেপির বিরুদ্ধে দেশের মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভকে একত্র করে এগিয়ে যেতে পারেন।                                            


আরও পড়ুন, ‘এই নরেনই সেই নরেন’, বিবেকানন্দের জন্মদিনে মোদি-বন্দনায় মগ্ন রইলেন বিজেপি নেতৃত্ব


খ্যাতনামা অর্থনীতিবিদ বলেন, তৃণমূলের সঙ্গে সমাজবাদী পার্টি, ডিএমকে-ও গুরুত্বপূর্ণ। ২০২৪-র লোকসভা ভোটে বিজেপি একাই দৌড়বে, এমন ভাবা ঠিক নয়। বিজেপি ভারতকে শুধু হিন্দু ভারত করে তোলার চেষ্টা করে যাচ্ছে। আজ দেশে বিজেপির বিকল্প না থাকলে তা আগামীর জন্য সুখকর হবে না। ২০২৪-র ভোটে তৃণমূলের সম্ভাবনা নিয়ে মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদের।


পাশাপাশি কংগ্রেস যে দুর্বল হয়েছে রাজনৈতিক লড়াইয়ে, সেকথাও জানিয়েছেন তিনি। তবে ভারতের কাঠামোকে কংগ্রেসই ভাল চেনে তাই হাতশিবিরই সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি রাখতে পারে, এমন মন্তব্যও করেন অমর্ত্য সেন।                                            


এদিকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মন্তব্য প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির কথায়, 'মমতা তো বাংলার বাইরে টাকার থলি নিয়ে ঘুরেও একজনকে জেতাতে পারলেন না। পুরনো অভ্যাস মতো অমর্ত্য সেনরা মোদিকে সরাতে চান। তাই মমতাকে নিয়ে স্বপ্ন দেখছেন।'  


অন্যদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান বলেন, "গণতন্ত্রে যে কেউ, তাঁর নিজস্ব মতামত প্রকাশ করতেই পারেন। কিন্তু দেশে প্রধানমন্ত্রী পদে কর্মখালি নেই! গত ২টো টার্মে নরেন্দ্র মোদির ওপর ভরসা রেখেছেন দেশবাসী। ২০২৪-এও নিঃসন্দেহ মোদির নেতৃত্বে এনডিএ ফের জিতবে। ভ্যাকেন্সিই তো নেই।"