পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে (Bankura Sammilani Medical Colleg) গিয়ে চিকিৎসা করালেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন হাসপাতাল পরিদর্শনে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। হাসপাতালে গিয়ে চোখের পরীক্ষা করালেন তিনি। তৃণমূলের (TMC) কটাক্ষ, রাজ্যের স্বাস্থ্য কাঠামো সঠিক ভাবে চলছে আসলে তা মেনে নিলেন শিক্ষা প্রতিমন্ত্রী (Subhas Sarkar)।                                                      


সরকারি হাসপাতালে চিকিৎসা কেন্দ্রীয় মন্ত্রীর: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। আর পঞ্চায়েত ভোটের আগেই কমবেশি পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দল। সভা পাল্টা সভায় লাল মাটির জেলা বাঁকুড়ায় জমে উঠেছে রাজনীতির ময়দান। 'আমি তোমাদেরই লোক' এই বার্তা দিতে কোনো দলের নেতারা কারোর না কারোন বাড়িতে মধ্যাহ্নভোজ সারছেন। আবার কোনও কোনও দলের কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে খোঁজ খবর নিচ্ছেন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মিলছে কি না। জানতে চাইছেন সমস্যার কথাও।                                                                                                                               


ক্যাম্পাস পরিদর্শনে মন্ত্রী: এরই মাঝে মঙ্গলবার সকালে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লোকপুর ক্যাম্পাসে হাজির হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। ক্যাম্পাস পরিদর্শন করে সটান তিনি হাজির হন চক্ষু বিভাগের আউটডোরে। নিজে হাতে টিকিট কেটে সরকারি হাসপাতালে চক্ষু পরীক্ষা করান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। পরে তিনি বলেন, তিনি নিজেও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পড়াশোনা করেছেন। সেই কলেজের চিকিৎসকদের উপর তাঁর ভরসা ও বিশ্বাস রয়েছে। হাসপাতালের পরিকাঠামো সম্পর্কে সুভাষ সরকার বলেন, “সরকারি হাসপাতালের যে পরিকাঠামো রয়েছে অনেক ক্ষেত্রে তার সদ্ব্যবহার হচ্ছে না।’’ সরকারি হাসপাতালে শিক্ষা প্রতিমন্ত্রীর চোখের চিকিৎসা প্রসঙ্গে তৃণমূলের দাবি, এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে সঠিক ভাবে চলছে এদিন তা কার্যত স্বীকার করে নিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী।


আরও পড়ুন: Mithun On Politics: ওপরে সব ঠিক আছে, সবাই বন্ধু, সৌজন্যের বার্তা মিঠুনের