নয়া দিল্লি : কংগ্রেসের ব্যাটন হাতে নেওয়ার পর এই প্রথম বড়সড় পরীক্ষার মুখে তিনি। সেই পরীক্ষায় কতটা উতরাবেন তা সময় বলবে। কিন্তু, ভোটমুখী গুজরাতে (Gujrat) দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে চেষ্টার কোনও খামতি রাখলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আর তা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) বাক্যবাণে বিঁধে উস্কে দিলেন রাজনৈতিক তরজা। মোদিকে করলেন 'রাবণের' (Ravan) সঙ্গে তুলনা। আর তাঁর এই মন্তব্যের পরপরই আসরে নেমে পড়ল গেরুয়া শিবিরও। পাল্টা কংগ্রেস সভাপতির (Congress Chief) বিরুদ্ধে সুর চড়ালেন একাধিক বিজেপি নেতা।
আগামী ১ ডিসেম্বর প্রথম দফার ভোট রয়েছে গুজরাতে। ভোটমুখী এই রাজ্যে সম্প্রতি জনসভা করেন খাড়গে। আহমেদাবাদের সেই সভামঞ্চ থেকে মোদিকেই 'টার্গেট' করে নেন তিনি। দেশের যে কোনও প্রান্তে বিজেপির ভোটের মুখ যে প্রধানমন্ত্রী, সে কথা বিলক্ষণ সকলের জানা।কংগ্রেসের এই বর্ষীয়ান নেতাও যে সেব্যাপারে ওয়াকিবহাল থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না। তাই একেবারে 'বাঘের ডেরায়' থাবা বসানোর মতো, গুজরাতের মাটিতে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধেই সুর চড়ালেন কংগ্রেস সভাপতি।
খাড়গের নিশানায় মোদি-
তিনি বললেন, "মোদিজি প্রধানমন্ত্রী। কিন্তু, তিনি নিজের কাজ ভুলে গিয়ে পুরভোট, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন...সর্বত্র সবসময় নিজের কথা বলে চলেছেন। আর কাউকে দেখার প্রয়োজন নেই। শুধু মোদিকে দেখুন আর ভোট দিন।" সুর আরও চড়িয়ে তিনি বলেন, "কতবার আপনার (মোদি) মুখের দিকে তাকাব ? আপনার কতগুলো রূপ আছে ? রাবণের মতো কি আপনারও একশোটা মাথা ?" এই ইস্যুতে ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেন, "দেখতে পাচ্ছি, মোদিজির নামে ভোট চাওয়া হচ্ছে। তা সে পুরভোট হোক, পুরনিগমের ভোট হোক বা রাজ্যের নির্বাচন। প্রার্থীর নামে ভোট চান। মোদি কি ফিরে এসে পুরসভায় কাজ করবেন ? প্রয়োজনের সময় কি তিনি আপনাকে সাহায্য করতে আসবেন ?"
খাড়গের এই বক্তব্য সামনে আসার পর একযোগে কংগ্রেস সভাপতিকে পাল্টা জবাব দিতে ময়দানে নেমে পড়েন বিজেপির একাধিক নেতা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য খাড়গের বক্তব্য-সম্বলিত ভিডিও শেয়ার করেন। ট্যুইটারে তিনি লেখেন, 'গুজরাত ভোটের উত্তাপ নিতে ব্যর্থ হয়েছেন, তাই কথাবার্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন কংগ্রেস সভাপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উনি রাবণ বলছেন। "মত কা সদাগর" থেকে "রাবণ", গুজরাত এবং তার সন্তানকে কংগ্রেসের আক্রমণ অব্যাহত।' মালব্যর ট্যুইটারে প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধীর 'মত কা সদাগর' বিতর্কের উল্লেখ রয়েছে। ২০০৭ সালে গুজরাত ভোটপ্রচারে এই ভাষাতেই মোদিকে নিশানা করেছিলেন তিনি। ২০০২ সালের অশান্তির কথা তুলে ধরতে গিয়ে মোদিকে 'মত কা সদাগর' বলেন।
গুজরাত ভোটের আগে কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পাল্টা দিতে পিছপা হননি বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রও। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাবণ বলা প্রত্যেক গুজরাতির অপমান। ওই দলটার (কংগ্রেস) মানসিকতার প্রতিচ্ছবি এটা।"
উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর গুজরাতে দ্বিতীয় দফার ভোট রয়েছে। ভোটের ফল ঘোষণা হবে ৮ তারিখে।
আরও পড়ুন ; ২০ লক্ষ চাকরি, গুজরাতে ইস্তেহারে আর কী আশ্বাস বিজেপি-র ?