কলকাতা: দমদমে নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ। টিউশনে যাওয়ার পথে নাবালিকাকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় বলে দাবি। দমদম থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। POCSO-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে। (Minor Girl Assaulted in Dum Dum)

Continues below advertisement

জানা গিয়েছে, টিউশন যাওয়ার পথে এক পরিচিতের সঙ্গে দেখা হয় নাবালিকার। এর পর নাবালিকাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরিচিত ওই যুবক-সহ তিন জনের বিরুদ্ধে নির্যাতন চালানোর অভিযোগ। ধৃত ৩ জনের বিরুদ্ধে পকোসা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছে বিজেপি। দমদম থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে তারা। (Dum Dum Assault Case)

পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ধৃত তিন জনের বিরুদ্ধে POCSO-সহ জোর করে আটকে রাখা, নাবালিকাকে গণধর্ষণের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ওই নাবালিকার বয়স ১৪ বছর বলে জানা গিয়েছে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। মেয়েটি বিকেলে টিউশন পড়তে যাচ্ছিল। সেই সময় রাস্তায় পরিচিত এক যুবকের সঙ্গে দেখা হয় তার। কথা বলতে বলতেই আর একজনকে ডেকে আনে ওই যুবক। 

Continues below advertisement

এর পর, একটি টোটো ডেকে নাবালিকাকে তোলা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, নাবালিকাকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রাখা হয় মেয়েটিকে। এর পর তিন জন মিলে মেয়েটির উপর যৌন নির্যাতন চালানো হয়। বাড়ি ফিরে অত্যাচারের কথা পরিবারের লোকজনকে জানায় মেয়েটি। শহরের বুকে টিউশন যাওয়ার পথে নাবালিকার সঙ্গে এমন ঘটনায় আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 

পুলিশ জানিয়েছে, নাবালিকার ডাক্তারি পরীক্ষা হয়েছে। আরও কেউ বা কারা যুক্ত আছে কি না, দেখা হচ্ছে। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে। আদালতে তাদের পেশ করে হেফাজতে চাওয়া হবে। 

বিষয়টি সামনে আসতেই বিক্ষোভে নেমেছে বিজেপি। দমদম থানা সামনে বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীরা। স্লোগান ওঠে, 'পুলিশ মন্ত্রী ওয়াক থু', 'পুলিশ মন্ত্রী জবাব দাও', 'উই ওয়ান্ট জাস্টিস', 'ছিঃ মমতা ছিঃ ছিঃ', 'নারীর এই সুরক্ষার জন্য পুলিশ মন্ত্রীকে ধিক ধিক ধিক্কার', 'জবাব তোমায় দিতে হবে, এবার গদি ছাড়তে হবে'। বার বার রাজ্যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, কেন নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে, প্রশ্ন তোলা হয়।