দক্ষিণ ২৪ পরগনা: শ্লীলতাহানির অভিযোগে দফায় দফায় উত্তেজনা হাসপাতাল চত্বরে। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ICU-তে চিকিৎসাধীন কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ২ জনের বিরুদ্ধে। ভয়ঙ্কর এই অভিযোগ ওঠার পর প্রতিবাদে উত্তাল হাসপাতাল চত্বর ।
শ্লীলতাহানির অভিযোগ
চিকিৎসাধীন কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ২ জনের বিরুদ্ধে। অভিযোগ, এবার নয়, বারবার শ্লীলতাহানি করা হয় তাঁর। ১৫ বছরের ওই কিশোরী ভয় সিঁটিয়ে যান। মুখ খুললে, ফল মন্দ হবে বলে হুমকিও দেয় অভিযুক্তরা। মঙ্গলবার রাতে নির্যাতিতা কিশোরীর পরিবার ও মেডিক্যাল কলেজের এমএসভিপি ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রোগিনীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এক সাফাই কর্মী বিনোদ পণ্ডিতকে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। আরেক অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গ্রেফতার সাফাই কর্মী
কিশোরী ও তার পরিবারের অভিযোগ, গত শনিবার ডায়মন্ড হারবার থানা এলাকার বাসিন্দা অসুস্থ অবস্থায় মেডিক্যাল কলেজের ICU- তে ভর্তি হয়। ভর্তির পর থেকে দফায় দফায় শ্লীলতাহানি করে ওই ২ সাফাই কর্মী। এমনকী ঘটনার কথা কাউকে না জানানোর হুমকিও দেয় অভিযুক্ত সাফাই কর্মী।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কী বক্তব্য
মঙ্গলবার দুপুরে হাসপাতলে নির্যাতিতা কান্নাকাটি শুরু করে দেন। তারপর পরিবার লোকজনকে সব অভিযোগ স্পষ্ট করে জানায় সে । তারপর তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আপাতত ওই কিশোরীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এই ঘটনায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।
এই ঘটনায় বুধবার হাসপাতালে বিক্ষোভ দেখান অন্যান্য রোগীদের পরিজনেরা। তদন্ত কমিটি তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগেও এমন ঘটনা এর আগে গত সেপ্টেম্বরে হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীকে নির্যাতনের অভিযোগ ওঠে ল্যাব অ্যাটেন্ড্যান্টের বিরুদ্ধে।প্রতিবাদে হাসপাতালের সুপারকে ঘিরে চলে বিক্ষোভ। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেধে যায় ডিওয়াইএফআই ও এসএফআই কর্মীদের। হাসপাতাল সূত্রের খবর, গত ২৮ অগাস্ট বুকে যন্ত্রণা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় ১৩ বছরের নাবালিকাকে। কয়েকদিন পরই রাত ১০টা নাগাদ সিটি স্ক্যান করার জন্য ল্য়াবরেটরিতে নিয়ে যাওয়া হয় তাকে। অভিযোগ, সেই সময় কোনও মহিলা অ্যাটেন্ড্যান্ট ছিলেন না। পরিবারের সদস্যদেরও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগ, সেই সুযোগে নাবালিকাকে যৌন নির্যাতন করে ল্যাব অ্যাটেন্ড্যান্ট।