হিন্দোল দে, গড়িয়া: গড়িয়া স্টেশনের (Garia Station) কাছে অবন্তীপুরে দুষ্কৃতী দৌরাত্ম্য। মোটরবাইকের শোরুমে পেট্রোল ঢেলে আগুন লাগানোর পর ছোড়া হয় বোমা। দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ছিল। হামলার ঘটনা সিসি ক্যামেরায় (CC Camera) ধরা পড়েছে। গতকাল রাত ৩টে নাগাদ এই ঘটনা ঘটে। আগুন লাগানোর পর পরপর ২টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একটি ফাটলেও আরেকটি ফাটেনি। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা উদ্ধার করে। বাইকের শোরুমের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যক্তিগত আক্রোশ, না কি ব্যবসায়িক শত্রুতার কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।
দিনভর অশান্তি: নন্দীগ্রামে ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচন ঘিরে দিনভর অশান্তির জের। ঘটনায় ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। গতকাল ভেকুটিয়া কৃষি সমবায় সমিতির নির্বাচনে ১২টির মধ্যে ১১টি আসনে জয়লাভ করে বিজেপি। তৃণমূল জেতে একটিমাত্র আসনে। ফল প্রকাশের পরেই অশান্তি ছড়ায়। তৃণমূলের অঞ্চল সভাপতি মধুসূদন বেরাকে মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া পোশাক। তৃণমূলের তরফে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার ধৃত বিজেপি কর্মীর।
মাদক পাচারের চেষ্টা: পুজোর মুখে ওড়িশা থেকে গাড়িতে করে মাদক পাচারের চেষ্টা। খড়গপুরের চৌরঙ্গি মোড়ে গ্রেফতার ২ মাদক পাচারকারী। ধৃতরা কলকাতা ও হাওড়ার বাসিন্দা। গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯০ কেজি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশকে নিয়ে খড়গপুরের চৌরঙ্গি এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালায় নারকোটিক্স সেল। গাড়ি থেকে উদ্ধার হয় কয়েকলক্ষ টাকার মাদক। ২টি ব্যাগে ভরে গাড়ির পিছনের আসনে লুকিয়ে আনা হচ্ছিল গাঁজা। পুলিশ জানিয়েছে, ওড়িশা থেকে মাদক আনা হয়েছিল। কোথায় পাচার হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে।
শুল্ক ফাঁকি দিয়ে সোনা নিয়ে আসার অভিযোগ: শুল্ক ফাঁকি দিয়ে সিঙ্গাপুর থেকে সোনা নিয়ে আসার অভিযোগ। কলকাতা বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে গ্রেফতার এক স্বর্ণ ব্যবসায়ী। উদ্ধার প্রায় ৬০ লক্ষ টাকার সোনা। কাস্টমস সূত্রে খবর, রবিবার সিঙ্গাপুর থেকে কলকাতায় পৌঁছন ওই স্বর্ণ ব্যবসায়ী। তাঁর কাছ থেকে মেলে ২৭টি সোনার কয়েন ও ৩টি সোনার বাট। যার বাজারমূল্য ৫৬ লক্ষ ৭৮ হাজার ৬৯৪ টাকা।সূত্রের খবর, সিঙ্গাপুরে সোনার কয়েনের মেলা থেকে কেনা হয়েছিল কয়েন ও সোনার বার। কী উদ্দেশ্যে কলকাতায় আনা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে।