সুনীত হালদার, হাওড়া: আবাসনের (apartment) ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র (firearms) নিয়ে হামলা (attack) চালাল দুষ্কৃতীরা (miscreants)। পরে পড়শিদের (neighbours) তৎপরতায় তারা ধরা পড়লেও গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। হাওড়ার জগাছা থানা এলাকার ঘটনা।


কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, জগাছা থানা এলাকার নন্দীপাড়ার একটি আবাসনে এদিন দুপুরে ঘটনাটি ঘটে। ওই আবাসনেরই একটি ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে দুষ্কৃতীরা। ফ্ল্যাটে ছিলেন নিধি ঝাঁ নামে এক মহিলা। অভিযোগ, কলিং বেলের আওয়াজ শুনে তিনি দরজা খুললে ওই দুষ্কৃতী তাঁর গলা টিপে ধরে। স্থানীয়দের অনুমান, লুটপাটের জন্যই হামলার চেষ্টা করা হয়েছিল। পরে মহিলার চিৎকার শুনে বাকি প্রতিবেশিরা বেরিয়ে পড়লে ধরা পড়ার ভয়ে আবাসনের সিঁড়ি দিয়ে নিচে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু তত ক্ষণে আবাসনের নিচে লোকজন জড়ো হয়ে গিয়েছে। তাঁদের হাতেই ধরা পড়ে যায় হামলায় এক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা যাচ্ছে. তার নাম সাইফুল সর্দার। বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর কাছে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে খবর। এর পরই তাঁকে পোস্টে বেঁধে গণপিটুনি দেওয়া হয় বলে দাবি। সঙ্গে সঙ্গেই খবর যায়  জগাছা থানায়। ঘটনাস্থলে পুলিশ। তারা ওই ব্যক্তিকে আটক করে। কিন্তু প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছেন জগাছা থানার আধিকারিকরা।

নতুন নয়...
এর আগেও একাধিক বার দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে হাওড়ায়। চলতি বছরের একেবারে গোড়ার দিকের ঘটনা। শালিমার স্টেশনের বাইরে পার্কিং জোনে দুষ্কৃতী হামলার ঘটনায় হইচই পড়ে গিয়েছিল এলাকা। উত্তরপাড়ার এক বাসিন্দা সেই সময় তাঁর বাবা মাকে আনতে অন্যান্য আত্মীয়দের নিয়ে শালিমার স্টেশনে গিয়েছিলেন। সেখানে পার্কিং জোনের বাইরে গাড়ি পার্ক করেছিলেন তিনি। সেই সময় কিছু দুষ্কৃতী তাঁর থেকে পার্কিং ফি দাবি করে বলে অভিযোগ। তিনি তা দিতে অস্বীকার করলে প্রায় ১০ থেকে ১২ জন সেই ব্যক্তি ও তাঁর আত্মীয়দের বেধড়ক মারধর করে,দাবি ওই বাসিন্দার। মারের চোটে একজনের নাক থেকে রক্ত বের হতে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ এবং বি গার্ডেন থানার পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর আহতরা লিখিতভাবে বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেন।


আরও পড়ুন:পশ্চিমবঙ্গের জন্য স্থায়ী রাজ্যপাল ঘোষণা, জগদীপ ধনকড়ের উত্তরসূরি ডক্টর সি ভি আনন্দ বোস