নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য স্থায়ী (regular) রাজ্যপাল (governor) নিয়োগের কথা ঘোষণা করলেন রাষ্ট্রপতি (President of India)। নতুন ঘোষণা অনুযায়ী, এই পদে আসছেন ডক্টর সি ভি আনন্দ বোস (Dr. C.V. Ananda Bose)। প্রাক্তন রাজ্য়পাল জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল পদে ছিলেন লা গণেশন। এবার সেই জায়গায় আসছেন বিশিষ্ট প্রাক্তন আমলা তথা ম্যানেজমেন্ট গুরু সি ভি আনন্দ বোস। এবার রাজভবনে স্থায়ীভাবে আসতে চলেছেন কেরলেন বাসিন্দা সি ভি আনন্দ বোস। উনি যেদিন থেকে দফতরের দায়িত্ব নেবেন, সেদিন থেকেই নিয়োগের মেয়াদ শুরু হবে, খবর রাষ্ট্রপতি ভবনের সাংবাদিক বিবৃতিতে।
পরিচয়...
কেরলের বাসিন্দা ডক্টর সি ভি বোস প্রাক্তন IAS অফিসার। বর্তমানে মেঘালয় সরকারের উপদেষ্টা হিসেবে কর্মরত তিনি। কর্মজীবনে জেলা কালেক্টর পদের দায়িত্ব সামলেছেন। অভিজ্ঞতা রয়েছে উপাচার্য থেকে মুখ্যসচিব হয়ে কেন্দ্রীয় সরকারের সচিবের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। এবার তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল পদের দায়িত্ব নেবেন।
প্রেক্ষাপট...
গত জুলাইয়ে ধনকড়ের ইস্তফার পরে রাজ্য়পাল পদের দায়িত্ব নিতে কলকাতায় এসেছিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। উপ রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার আগেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়। ঘোষণার পরই মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে বাংলায় স্বাগত জানান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ট্যুইট করে লেখেন, 'পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে অভিনন্দন। বিরোধী দলনেতা হিসেবে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আমার তরফে সম্পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি।' উপ রাষ্ট্রপতি পদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে প্রার্থী করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বিজেপির সংসদীয় দলের বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন, ‘কৃষক-পুত্র জগদীপ ধনকড় এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী’। ঘোষণা হওয়ার পরই ধনকড় দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইট করে জানানো হয় সে কথা। পরে নির্বাচনে জিতেও যান। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্য়পাল থাকাকালীন নানা বিষয়ে একাধিক বার শাসকদলের সঙ্গে সংঘাত বেঁধেছিল তাঁর। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে নানা বিষয় নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছিলেন তিনি।
পূর্বসূরির সেই ধারাই কি ধরা পড়বে সি ভি আনন্দ বোসের মধ্যেও? নাকি নতুন কোনও খাতে বইবে রাজ্য-রাজ্যপাল সমীকরণ?