কলকাতা: বছরের শেষ দিনে বৈঠকের পর, নতুন বছরের শুরুতেই নতুন ইনিংস দিলীপ ঘোষের। ৮ মাস কার্যত ব্রাত্য থাকার পর ফের স্বমহিমায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বললেন, আলাদা বৈঠক করে তাঁকে ভোটের কাজে লেগে পড়তে বলেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ ঘোষ। তার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। তা নিয়েও এদিন মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ খড়গপুরে লড়াই করলে, তাঁর পাশে দাঁড়াতে প্রস্তুত বিজেপির স্থানীয় নেতৃত্বের একটা বড় অংশ।  পাশাপাশি, ছাব্বিশের বিধানসভা ভোটে ফের খড়গপুরে লড়ার ইচ্ছাপ্রকাশও করেছেন দিলীপ ঘোষ। আর, দিলীপ ঘোষের (Dilip Ghosh) দলে স্বমহিমায় ফেরা নিয়ে কী বললেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)? 

Continues below advertisement

এদিন দিলীপ ঘোষের বিজেপিতে ফের সক্রিয় হওয়া নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, 'দিলীপদা আমাদেরই লোক। দিলীপদাকে ডেকেছে, এটা কোনও নতুন ব্যাপার নয়। খুব ভাল সিদ্ধান্ত। দেখবেন, এবার আমরাই সরকার তৈরি করব।' অন্যদিকে, দিলীপ ঘোষের প্রত্যাবর্তন নিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, 'দিলীপ ঘোষ মাঠজুড়ে খেলার প্লেয়ার'। অমিত শাহের সঙ্গে মিনিট কুড়ির বৈঠক। তারপর, আলাদা করে ডেকে কথা বলা। তারপরেই ঠিক হয়ে গেল দিলীপ ঘোষের অ্যাসাইনমেন্ট! নতুন বছরের শুরু থেকেই ভোটের মাঠে নেমে পড়ছেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে ১৩ জানুয়ারি দুর্গাপুরের সভায় থাকবেন। জানুয়ারি থেকেই পুরোদমে প্রচারে নামছেন দিলীপ ঘোষ। কলকাতা ও তার সংলগ্ন ২৮ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত ২০ টিতে জেতার টার্গেট বেঁধে দিয়েছেন শাহ। তারপর গতকাল লোকসভা ভোটে রাজ্যে বিজেপির খারাপ ফলের কথা শোনা গেছে প্রাক্তন রাজ্য সভাপতির গলায়। তবে, দিলীপ ঘোষের কামব্যাককে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। উল্টোদিকে এখন দলে দিলীপ ঘোষের গুরুত্ব বোঝাতে শব্দ খরচে কার্পণ্য করেননি বিজেপির রাজ্য সভাপতি।

দিলীপ ঘোষ যখন বিধানসভা ভোটের আগে রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করছেন, তার আগে শেষ কয়েকমাস ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। সক্রিয় রাজনীতি তো দূর, দিলীপ ঘোষকে দলীয় বৈঠকেও তেমনভাবে দেখা যায়নি। মে মাসে আলিপুরদুয়ার, জুলাইয়ে দুর্গাপুর, অগাস্টে দমদম এবং ডিসেম্বরে রানাঘাটের সভায় অডিও বার্তা। প্রধানমন্ত্রী যতবার এরাজ্যে সভা করতে এসেছেন, একটি সভাতেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। গত ১ লা জুন, নেতাজি ইন্ডোরে মেগা সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ। আর ওই দিন মুকুন্দপুরে মাকে নিয়ে মামা শ্বশুরের বাড়িতে জামাইষষ্ঠী সারতে দেখা গেছিল সস্ত্রীক দিলীপ ঘোষকে। রাজ্য় বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সম্বর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ। তার এক সপ্তাহ পর সল্টলেকে রাজ্য বিজেপির পার্টি অফিসে এসে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন তিনি।

Continues below advertisement