কলকাতা: বছরের প্রথম দিনেই ৩ ছবির ঘোষণা করলেন দেব (Dev)। সকাল থেকে সন্ধে.. গোটা দিনই দফায় দফায় নতুন ছবির ঘোষণা করলেন নায়ক। দিনের শুরুতেই তিনি ঘোষণা করেন তাঁর নতুন সিনেমা 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'-র মুক্তির দিন। এরপরেই প্রকাশ্যে আনেন, নতুন বছরে আসবে 'টনিক ২'। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমা যেমন জনপ্রিয় হয়েছিল, তেমনই ভাল ফল করেছিল বক্সঅফিসে। তবে দিনের শেষে আরও একটি চমক বাকি ছিল। সন্ধে রাতে দেব ঘোষণা করলেন, চলতি বছরে আসছে, 'খাদান ২' (Khadaan 2)। সুরিন্দর ফিল্মসের হাত ধরে, নতুন বছরে আসছে সুপারহিট এই সিনেমার সিক্যুয়াল। ফলে, অ্যাকশন থেকে শুরু করে ফ্যামিলি ড্রামা, সবই দর্শকদের জন্য সাজিয়ে রাখলেন দেব। 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় রাতে একটি পোস্ট করা হয় দেবের প্রযোজনা সংস্থার তরফ থেকে। সেখানে তাঁকে দেখা যায়, 'খাদান'-এর লুকে। বাসের মধ্যে বসে, নিসপাল সিং রানের সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি। আর ক্যাপশানে লেখা, 'বন্ধুরা.. শান্ত থাকো। আমরা 'খাদান ২' নিয়ে তোমাদের অপেক্ষা আর আগ্রহ বুঝতে পারছি। কিন্তু বিশ্বাস করো, 'খাদান ২' দেখার জন্য আমরাও ততটাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, যতটা তোমরা। যাই হোক, ভাল জিনিস আসতে একটু সময় লাগে। কিন্তু একটা কথাই বলতে চাই, এই ছবিটা নিয়ে কাজ চলছে। আপনারা আরও একটু ধৈর্য্য ধরুন, কথা দিচ্ছি আপনারা পস্তাবেন না। আমরা আরও শক্তিশালী, আরও কঠিন হয়ে ফিরছি এই বছর।'  গোটা পোস্টে কোথাও 'খাদান ২'-এর মুক্তির দিন সরাসরি না বলে থাকলেও, দেব অনুরাগীদের কাছে এই বার্তা পৌঁছে যায় সহজেই যে, এই বছরই মুক্তি পাচ্ছে, 'খাদান ২'। প্রযোজনায় থাকছে, সুরিন্দার ফিল্মস। 

 

Continues below advertisement

পাশাপাশি দেব ১ জানুয়ারিই জানান, আসছে 'টনিক'-এর সিক্যুয়াল, 'টনিক ২' (Tonic 2)। আজ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন দেব। অভিজিৎ সেনের পরিচালনায় ২০২১ সালে মুক্তি পেয়েছিল 'টনিক'। বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছিল এই সিনেমা, দর্শকদের ভীষণ মনেও ধরেছিল। পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে বারে বারে দেবের কথায় উঠে এসেছে, 'টনিক'-এর প্রসঙ্গ। আর এবার, সেই সিনেমারই সিক্যুয়াল নিয়ে আসছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থা।